Barak UpdatesHappeningsBreaking News

রাতে পোস্টাল ব্যালট সংগ্রহ ! মৌলভী রোডে উত্তেজনা

ওয়েটুবরাক, ৮ এপ্রিলঃ বিকেলে জেলাশাসক বিভ্রান্তিমূলক খবর না ছড়াতে বলেছিলেন৷ রাতেই প্রমাণ মেলে, পোস্টাল ব্যালট অনিয়ম নিয়ে সংবাদমাধ্যম সঠিক তথ্যই তুলে ধরছে৷ তিনি বলছিলেন, এক সুমিত্রা দাসের পোস্টাল ব্যালট আরেক সুমিত্রা দাসের কাছে ডাকপিয়নের ভুলে চলে গিয়েছিল৷ সংবাদমাধ্যম জানিয়েছিল, সুমিত্রা দাস নয়, দ্বিতীয়বার পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে সৌমিত্র দত্তচৌধুরীর নামে৷ এ ভোট-অব্যবস্থার এক চূড়ান্ত নজির৷ রাতে দেখা যায়, একটি-দুটি ঘটনা নয়, ভোট দেওয়ার পরও দ্বিতীয়বার পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে অনেকের নামে৷

আজ বৃহস্পতিবার রাতে মৌলভী রোডের সব্যসাচী দত্তের বাড়ি থেকে পোস্টাল ব্যালট সংগ্রহ করতে গেলে বিষয়টি আরও একবার প্রকাশ্যে আসে৷ ছোটেলাল শেঠ ইনস্টিট্যুটের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বিশ্বজিৎ দে পুরকায়স্থ সব্যসাচীবাবুর নামে দ্বিতীয়বার ইস্যু করা পোস্টাল ব্যালট সংগ্রহ করতে গেলে জানাজানি হয়ে যায়৷ মৌলভী রোডে ছুটে যান কুশল দত্ত, অনুপম পাল প্রমুখ কংগ্রেস নেতারা৷ উপস্থিত হন নির্দল প্রার্থী দিলীপকুমার পালের নির্বাচন এজেন্ট বাবু সিংহও৷ বিশ্বজিৎবাবু জানিয়েছেন, তিনি বর্তমানে নির্বাচন শাখার অধীনে কর্মরত রয়েছেন৷ ওই শাখা থেকেই দ্বিতীয়বার ইস্যু হওয়া পোস্টাল ব্যালটগুলি ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি আবার সঙ্গে নিয়ে গিয়েছেন দীপক গোস্বামী নামে এমন একজনকে, যিনি মোটেও নির্বাচন কর্মী নন৷

জেলাশাসক কীর্তি জল্লি পরে তাঁর প্রতিক্রিয়ায় জানান, বিশ্বজিৎবাবু বা অন্য কেউ রাতে নির্বাচন কর্মী হিসাবে কোথাও যাওয়ার কথা নয়৷ এরা তখন অন-ডিউটি ছিলেন না৷ তিনি তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন বলে জানান৷ সৌমিত্রবাবুর পোস্টাল ব্যালট কাণ্ডও খতিয়ে দেখার আশ্বাস দেন জল্লি৷ কংগ্রেস প্রার্থী তমালকান্তি বণিক পোস্টাল ব্যালট নিয়ে এত অনিয়মে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন৷ একে পরিকল্পিত কেলেঙ্কারি বলে মনে করছেন দিলীপকুমার পালের নির্বাচন এজেন্ট বাবু সিংহ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker