Barak UpdatesHappeningsBreaking News

দিলীপ পালের নামে মামলা? নিজেরাই মামলায় ফাঁসলেন ৩ বিজেপি নেতা
Dilip Paul files defamation suit against 3 BJP leaders

ওয়েটুবরাক, ২৮ মার্চ: পরাজয়ের আশঙ্কায় আবোলতাবোল বকছেন বিজেপি নেতারা৷ পাগলের প্রলাপ শুরু হয়ে গিয়েছে তাঁদের৷ এ ভাবেই আজ রবিবার পুরনো সতীর্থদের ঝাড়লেন শিলচরের বিধায়ক তথা নির্দল প্রার্থী দিলীপকুমার পাল৷ মামলা চললেও আগের দুইবার সে তথ্য দিলীপবাবু গোপন করেছিলেন, এই অভিযোগে তাঁর এ বারের প্রার্থিত্ব বাতিলের জন্য নির্বাচন কমিশনকে আর্জি জানাবে বিজেপি, শনিবার সাংবাদিকদের ডেকে বলেছিলেন নিত্যভূষণ দে, বিমলেন্দু রায় ও অভ্রজিৎ চক্রবর্তী৷ এঁরা অবশ্য কেউ এখনও কমিশনে নালিশ জানাননি৷ দিলীপবাবু আজ তাঁদের তিনজনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন৷ ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১২০বি, ২৯৪, ৫০১ এবং ১৭৪(এফ) ধারায় তাঁদের অভিযুক্ত করা হয়৷

দিলীপবাবু বলেন, কমিশনকে না জানিয়ে তাঁরা সাংবাদিকদের কেন জানালেন? আসলে তাঁরা জানেন, অভিযোগটি ভুয়ো, মিথ্যা৷ তাঁরা শুধু ভোটের মুখে দিলীপবাবুর মানহানি করতে চেয়েছেন৷ বিধায়ক পালের আইনজীবী সৌমেন চৌধুরী জানান,  তাঁরা যে কেস নম্বরের উল্লেখ করেছেন, ওইভাবে মোবাইলের নম্বর হতে পারে, মামলার নয়৷ ফলে ওই নম্বরের কোনও মামলাই নেই৷

দিলীপবাবু জানান, তবে তাঁর নামে একটি মামলা হয়েছিল৷ সেটি ১৯৯৯ সালে৷ ২০০৬ সালে আদালত মামলাটি খারিজ করে দেয়৷ খাদ্যে ভেজালের অভিযোগে ওই মামলা চলাকালে তিনি বিধানসভা ভোটে প্রতিদ্বন্ধিতা করেননি এবং পরবর্তীতে অভিযোগটিও টেঁকেনি৷তিনি দীপায়ণ চক্রবর্তীর বিরুদ্ধে যে রান্নার গ্যাস কালোবাজারির অভিযোগে মামলা চলছে, আকারে- ইঙ্গিতে সে কথাও শুনিয়ে দেন৷ বলেন, কোথায় লেখা আছে, মনোনয়ন পেতে সিন্ডিকেটের সদস্য হতে হবে, গ্যাসের কালোবাজারি করতে হবে?

নিত্যবাবু তাঁর পুত্রবধূকে পুরসভায় চাকরি দিয়েছেন, এই অভিযোগ করে বিধায়ক বলেন, একজন বেকারকে তো চাকরিটা দিতে পারতেন! নিত্যভূষণ দেকে তিনি শকুনি বলেই অভিহিত করেন৷ জানান, কবীন্দ্র পুরকায়স্থ, অজিত ভট্টাচার্য ও বিমলাংশু রায়ের মধ্যে তিনিই ঝগড়া লাগিয়ে রাখতেন৷অভ্রজিৎ চক্রবর্তীকে জিজ্ঞাসা করেন, এ পর্যন্ত কয়টা মামলা হয়েছে  তাঁর বিরুদ্ধে? কী কী অভিযোগে ওই সব মামলা? বাংলাঘাটে অনুভা ভট্টাচার্যের চারকাঠা জমি তিনি এবং তাঁর বাবা দখল করে রেখেছেন কিনা? তাঁর কথায়, ওই সব আবোলতাবোল বলে লাভ নেই৷

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে যেভাবে সব তছনছ করে দিয়ে ভারতীয় হেলিকপ্টার বিজয়ী হয়ে বেরিয়ে এসেছিল, তাঁর হেলিকপ্টারও ওইভাবে বিজয়ী হয়ে বেরিয়ে আসবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker