Barak UpdatesHappeningsBreaking News
ভোটপ্রক্রিয়ার মধ্যেই সেবা-র চালাকি, মাধ্যমিকে অসমিয়া বাধ্যতামূলকAssamese made compulsory in HSLC by SEBA
ওয়েটুবরাক, ১৯ মার্চঃ ভোটপ্রক্রিয়ার মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সেবা। মাধ্যমিকে রাজ্য জুড়ে সমস্ত স্কুলে অসমিয়া বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। আগেই সিদ্ধান্ত হয়েছিল, ২০২০ সালের অসমিয়া ভাষা শিক্ষা আইন অনুসারে বরাক উপত্যকা ও বড়োল্যান্ড ছাড়া সমস্ত এলাকায় বাধ্যতামূলক বিষয় হিসেবে মাধ্যমিকে অসমিয়া পড়তে হবে। আজ শুক্রবার ওই নির্দেশের সঙ্গে যুক্ত হয়েছে, যারা বাধ্যতামূলক বিষয় হিসাবে অসমিয়া পড়ছে না, তাদের ঐচ্ছিক বিষয় হিসাবে অসমিয়া নিতেই হবে। তাদের আর অন্য কোনও বিষয় ঐচ্ছিক পড়ার সুযোগ থাকবে না। কারণ সেবা একটি বিষয়েই ঐচ্ছিক পড়ার সুযোগ দেয়। এই নির্দেশে বরাক উপত্যকা জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে ভোট প্রক্রিয়া চলাকালীন কী করে এমন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ নিয়ে প্রশ্ন উঠেছে।
সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে৷ তাঁরা বলেন, নির্বাচন চলাকালীন অবস্থায় আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ অনসমিয়া মাধ্যমের স্কুলগুলোতে এবার থেকে অসমিয়া ভাষাকে একমাত্র ‘ইলেক্টিভ’ বলে ঘোষণা করেছে, যা বাধ্যতামূলক অসমিয়া ভাষা প্রবর্তনেরই সামিল। ভোটের ডামাডোলে লেখার মারপ্যাঁচে সমগ্র আসামে অসমিয়া ভাষাকে স্কুল পর্যায়ে আবশ্যিক পাঠ্য করার এই অপচেষ্টা বরাকের শহিদদের প্রতি অপমানসূচক, ভাষাআইন বিরোধী ও সঙ্কীর্ণ আগ্রাসনবাদের উলঙ্গ বহিঃপ্রকাশ।
ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির পক্ষ থেকে ক্ষোভ ব্যক্ত করে জানানো হয়েছে, তাঁরা শীঘ্র এ ব্যাপারে সরকারের কাছে স্মারকলিপি পাঠাবেন।