Barak UpdatesHappeningsBreaking News

বড়জালেঙ্গায় চক্ষু পরীক্ষা শিবির, চশমা বিতরণ

ওয়েটুবরাক, ৯ মার্চ: লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের সহযোগিতায় ও বড়জালেঙ্গা পাইওনিয়ার সংঘের ব্যবস্থাপনায় গত সোমবার এক চক্ষু পরীক্ষা ও ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়৷ বড়জালেঙ্গা পাইওনিয়ার সংঘে আয়োজিত  শিবিরে মোট ২০৮ জনের চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়৷ রোজকান্দি চা বাগান কর্তৃপক্ষের সহায়তায় লায়ন্স ক্লাব এ দিন ৬০ জনকে চশমা বিতরণ করে৷

শিবিরে রোগী দেখেন ডা. জয়া নাথ৷ সহায়তায় ছিলেন শান্তনু শর্মা চৌধুরী, শিখা ধর, প্রিয়ঙ্কা পণ্ডিত, সামসুদ্দিন লস্কর, আশাকর্মী দুর্গাবতী সোনার, সঙ্গীতা ভূজ প্রমুখ৷ ৫১ জনের ক্যাটারেক্ট শনাক্ত করা হয় এ দিন৷ পর্যায়ক্রমে বিনামূল্যে সকলের চক্ষু অপারেশন করা হবে৷ মঙ্গলবার থেকেই লায়ন্স ক্লাব হাসপাতালে এনে তাদের অপারেশন শুরু হয়েছে৷

বড়জালেঙ্গা পাইওনিয়ার সংঘের পক্ষে উপস্থিত ছিলেন ধ্রুব ভট্টাচার্য, মুন দাস, রাজ গোয়ালা, পিংকু আচার্য ও উৎপল গুপ্ত৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker