India & World UpdatesHappeningsBreaking News
বাজেট ভাষণে নির্মলার মুখে রবীন্দ্রনাথ
১ ফেব্রুয়ারি : বাজেটে ভাষণের শুরুতেই রবীন্দ্রনাথের ঠাকুরের উক্তি শোনা গেল অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মুখে। প্রতিকূল পরিস্থিতিতেও যে সরকার হাল ছাড়েনি, সেটাই বোঝাতে গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ইংরেজি উক্তি তুলে ধরেন অর্থমন্ত্রী। গত কয়েক মাস ধরেই রবীন্দ্রনাথকে বার বার উচ্চারণ করছেন রাজনৈতিক নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রীদের মুখেও একাধিকবার উচ্চারণ হয়েছে কবিগুরুর কবিতা, সাহিত্যের উক্তি।
এ দিন বাজেট পেশ করার আগে প্রারম্ভিক ভাষণে লকডাউন এবং করোনা অতিমরারির সময় কেন্দ্রীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছে, তা তুলে ধরেন সীতারমন। গরিব এবং প্রান্তিক মানুষের সাহায্যে সরকার যে চেষ্টার কসুর করেনি সেটাই বোঝানোর চেষ্টা করছিলেন তিনি। আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে চার দফা আর্থিক প্যাকেজ, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া, আর্থিক অনুদান, ফ্রি রেশন সবকিছুরই উল্লেখ করেন অর্থমন্ত্রী। বোঝানোর চেষ্টা করেন, মোদির সরকারের উদ্যোগেই অতিমারি, লকডাউন, আর্থিক মন্দার আঁচ থেকে অনেকটাই রক্ষা পেয়েছে দেশ।
শুধু কবিগুরুর উক্তি নয়, এ দিন সম্প্রতি অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের দুর্দান্ত টেস্ট সিরিজ জয়ের কথাও শোনা যায় নির্মলা সীতারমনের মুখে। দেশের তরুণ প্রজন্ম কতটা আত্মবিশ্বাসী এবং তাঁরা যে কোনও অবস্থাতেই হাল ছাড়ে না, অজিঙ্ক রাহানেদের ক্যাঙারু বধের তুলনা টেনে সেটাই বোঝান নির্মলা।