Barak UpdatesHappeningsBreaking News
মালিনিবিলে সচেতনতা সভা, স্বনির্ভরতার পাঠ দিলেন বিবেক পোদ্দার
৪ জানুয়ারি: পোদ্দার টয়োটা ও পোদ্দার জেসিবি-র ম্যানেজিং ডিরেক্টর বিবেক পোদ্দারের উদ্যোগে সোমবার শিলচর মালিনীবিল এলাকায় এক শিল্পোদ্যোগ সচেতনতা সভার আয়োজন করা হয়। ভারতরত্ন ক্লাব ও দ্য রিডারস টাইম নামের দু’টি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা এতে আয়োজকের ভূমিকা পালন করে।
দক্ষতার বিকাশ ঘটিয়ে কীভাবে স্থানীয় উদ্যোগ শুরু করা যেতে পারে এবং বিভিন্ন সরকারি প্রকল্পের লাভ কীভাবে পাওয়া যেতে পারে, এ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। আত্ম সহায়ক গোষ্ঠী অর্থাৎ এসএইচজি গঠন করে মহিলারা কীভাবে নিজেদের সঞ্চয়কে একত্রিত করে নিজের ও প্রতিবেশী পরিবারের উন্নতি ঘটাতে পারেন, তার হদিশও দেওয়া হয়। বিবেকবাবু বলেন, সরকারের নানা প্রকল্পের সুবিধা নিতে হলে সবার আগে নিজেকে সাহায্য করতে হবে। তিনি সবাইকে আরসেটি-তে গিয়ে এন্ট্রেপ্রেনারশিপের বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করতে অনুরোধ করেন। সভায় খুব ভাল সাড়া মেলে। স্থানীয় মন্দিরের সাধু মহারাজ শোলাগিরি যোগী জানান, বিবেক পোদ্দারের প্রয়াস সত্যিই প্রশংসনীয়।
আমন্ত্রিত বক্তাদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক ত্রিদেব চৌধুরী এবং কাছাড় আরসেটি-র প্রশিক্ষক শাহেদ আলম চৌধুরী।