Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে শেষকৃত্যে গিয়ে করোনা ২২ জনের!

২৯ জুলাই: করিমগঞ্জ শ্মশানে শেষকৃত্য হয়েছিল করোনা আক্রান্ত ৬৫ বছর বয়সী বৃদ্ধের৷ তখনও অবশ্য কেউ জানতেন না, তিনি করোনায় আক্রান্ত৷ দুদিন পরে রিপোর্ট আসতেই হইচই বাঁধে৷ শ্মশানে যারা গিয়েছেন, তাদের সকলে কোভিড টেস্ট করান৷ রিপোর্ট মেলে, ২২ জন পজিটিভ৷ এতে জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ প্রশ্ন ওঠে, অন্ত্যেষ্টির সময় করোনা ছড়ায় কি না৷

করিমগঞ্জের জেলাশাসক আনবুমাথান এমপি জানান, করোনা জানার আগেই তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হয়েছে৷ ফলে মৃতদেহ প্যাকিং বা অন্ত্যেষ্টি কোভিড প্রটোকল মেনে হয়নি৷ দ্বিতীয়ত, মৃতের পরিবারেরই ১৪ জন সংক্রমিত হয়েছেন৷ শ্মশানে যাওয়ার সঙ্গে এর সম্পর্ক নেই৷ বাকি ৮ জনও তাদের দ্বারা সংক্রমিত হতে পারেন৷ জেলাশাসক জোর দিয়েই বললেন, করোনায় মৃতদের যেভাবে প্যাকিং করা হয়, ভাইরাস ছড়ানোর কোনও আশঙ্কা নেই৷ আর কবর বা দাহকার্যের সময় তো প্রশ্নই ওঠে না৷

গত সপ্তাহে কিডনির সমস্যায় তাঁকে শিলচরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তখনই তাঁর কোভিড টেস্টের নমুনা সংগ্রহ করা হয়৷ কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটলে চিকিৎসকরা মেডিক্যাল কলেজে নিয়ে যেতে পরামর্শ দেন৷ পরিবারের সদস্যরা মেডিক্যালে না নিয়ে বাড়ি রওয়ানা হয়েছিলেন৷ পথে তাঁর মৃত্যু হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker