Barak UpdatesHappeningsBreaking News

মিথ্যা বলে সমস্যা বাড়িয়েছেন গুদামকর্মী অসিত দাস!

৩০ জুন: রামনগরে কাছাড় ট্রেডারসের গুদামে পজিটিভ ধরা পড়ে অসিত দাস নামে এক কর্মীর৷ তিনি হাসপাতালে ভর্তি হয়ে একেক সময় একেক কথা বলে প্রশাসনকে বিভ্রান্ত করে তোলেন৷ বাইরে থেকে না আসায় তাঁর সংক্রমণের উৎস জানতে যেমন উদগ্রীব সবাই, তেমনি সংক্রমণের আশঙ্কা কমাতে তাঁর সংস্পর্শে আসা সকলের লালারসের নমুনা সংগ্রহ জরুরি বলে মনে করছেন৷ কিন্তু আক্রান্ত অসিত দাস প্রথম দিনে পূর্ণ তথ্য না দেওয়ায় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া কিছুটা বিলম্ব হয়েছে৷ প্রথমে আইরংমারায় বাড়ি, রামনগরে কাজ বললেও দেখা যায়, দুধপাতিলে তার ব্যবসা রয়েছে৷ প্রতিদিন সেখানে যান৷ থাকেন মালুগ্রাম দেবীপ্রসাদ পাঠশালার কাছে৷ মঙ্গলবার ওই বাড়ির ৬ জনের লালারস সংগ্রহ করা হয়েছে৷ কাছাড়ের স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, কাল দুধপাতিলে তাঁর সংস্পর্শে আসা সকলের লালারস সংগ্রহ করা হবে৷

তিনি বলেন, আসাম টার্গেটেড সার্ভেল্যান্স প্রোগ্রামেও বিভিন্ন জায়গায় লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে৷ মঙ্গলবার জেলাশাসকের অফিস ও স্বাস্থ্য দফতরের যুগ্ম সঞ্চালকের অফিসের কর্মী এবং কয়েকজন পুলিশের লালারস সংগ্রহ করা হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker