Barak UpdatesHappeningsBreaking News
বর্ষণে ধস, বর্নিব্রিজ চা বাগানে বিশাল ক্ষতি
৬ জুনঃ অতিবর্ষণ ও এর জেরে মাটি ধসে পড়ায় হাইলাকান্দি জেলার বর্নিব্রিজ টি এস্টেটের বিশাল ক্ষতি হয়। পুরো বাগানএলাকা ১২ ঘণ্টা জলে ভাসছিল। তাতে ভেতরের রাস্তাঘাট নিশ্চিহ্ন হয়ে যায়। ৩টি আরসিসি কালভার্ট, ৮টি কাঠের সেতুরও বিরাট ক্ষতি হয়েছে। ৩টি শ্রমিক কোয়ার্টারের বড় লোকসান হয়। বাগানের কাঁচা পাতা, পাতা তোলা সবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এ ছাড়া,১৫ হাজার চায়ের চারা রোপণের আগেই ধ্বংস হয়ে যায়। এগুলি লাগানোর জন্য রাখা হয়েছিল। এতে টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (টাই) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। টাইয়ের সচিব শরদিন্দু ভট্টাচার্য বলেন, ৮০ একর জায়গা জুড়ে বর্নিব্রিজ বাগান। সেখানে ৪ লক্ষ চারাগাছ ধসে পড়েছে। ভেঙে গিয়েছে ২৫০ থেকে ৩০০ শেড ট্রি৷ শরদিন্দুবাবুর কথায়, বিরাট ক্ষতি হয়ে গেল।
তিনি বলেন, শুধু বর্নিব্রিজই নয়, উপত্যকার চা শিল্পটাই এখন ধুঁকছে৷ ঝড় একে আরও করুণ পরিণতির দিকে নিয়ে গেল৷