India & World UpdatesHappeningsBreaking News

নির্দেশ অনুযায়ী কাজে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী-আধিকারিকরা
Union Ministers & bureaucrats resumes office from Monday

১৩ এপ্রিল : সোমবার থেকে কাজে যোগ দিলেন কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। গত শনিবার এ মর্মে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র সরকার। সে অনুযায়ী এ দিন নিজেদের দফতরে যান অনেক কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রী ও আধিকারিকরা ছাড়াও কাজে যোগ দিয়েছেন সংশ্লিষ্ট দফতরের অপরিহার্য কর্মীরা। তবে সমস্যা হয়েছে যানবাহনের। কারণ মন্ত্রী বা আধিকারিকদের নিজস্ব গাড়ি থাকলেও সাধারণ কর্মীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করা নিয়ে সমস্যায় পড়েন।

সরকারি সূত্রের খবর, সোমবার সবচেয়ে আগে নিজেদের অফিসে পৌঁছে যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর, রসায়ন ও সারমন্ত্রী সদানন্দ গৌড়া, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। নির্দেশ অনুযায়ী অপরিহার্য কর্মীদের অন্তত ৫০ শতাংশের উপস্থিত থাকার কথা ছিল। মন্ত্রী, আধিকারিক ও কর্মীরা কাজে যোগ দিলেও নিরাপত্তায় কোনও ত্রুটি ছিল না দফতরগুলিতে। নিয়ম মেনে প্রত্যেকের থার্মাল চেকিং হয়। যে গাড়িতে করে মন্ত্রী ও আধিকারিকরা আসেন, তাঁদের গাড়িও স্যানিটাইজ করা হয়।

প্রসঙ্গত, গোটা দেশে এখনও লকডাউন পরিস্থিতি বহাল। বন্ধ সবকিছুই। কিন্তু অর্থনীতিতে বড় আঘাত আসতে পারে ভেবে কিছু কাজের জায়গা চালু করার চেষ্টা করা হচ্ছে। তারই প্রথম ধাপ কেন্দ্রীয় সরকারি দফতরগুলিতে কাজকর্ম শুরু করা। এর আগে শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, জীবন ও অর্থনীতি দুটোই রক্ষা করা সমান গুরুত্বপূর্ণ। তারপরই সোমবার থেকে মন্ত্রী ও অফিসারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker