Barak UpdatesBreaking News
ক্যান্সার সচেতনতায় শিলচরে ‘ওয়াকাথন’Walkathon organised at Silchar to mark cancer awareness
৮ সেপ্টেম্বর : স্বাস্থ্য সচেতনতায় রবিবার সকালে শিলচরের পথে হাঁটলেন কিছু মানুষ। এই পথচলার সঙ্গে তাঁরা ক্যান্সার সচেতনতার বার্তাও দিলেন। পথচলাটি আসলে অ্যাপোলো গ্রুপ অব হসপিটালের অ্যাপোলো ডে পালনের অঙ্গ হিসেবে এক ‘ওয়াকাথন’। এ দিন সকালে শিলচর ডিএসএ-র সামনে থেকে এই পথচলার সূচনা করেন বিধায়ক দিলীপ কুমার পাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়। দু’ কিলোমিটার দীর্ঘ এই ওয়াকাথনে শিলচর শহরের শতাধিক মানুষ অংশ নেন। এঁদের মধ্যে ছিলেন এনসিসি ক্যাডেট, নার্সিংয়ের ছাত্রী, খেলোয়াড় সহ শহরের বিশিষ্টজনেরা।
এর আগে এই ওয়াকাথনের সূচনা করতে গিয়ে বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। শরীর, মন ও আত্মা ঠিকঠাক থাকলে একজন সুন্দর ও স্বাস্থ্যবান হয়ে উঠবেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশের ১৩০ কোটি মানুষকে ফিট থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এই ইস্যুকে সামনে রেখে ফিট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছেন।