NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিলচর থেকে ধরে নিয়ে গেল মিজোরামের হাজত পালানো বন্দিকে, গ্রেফতার ভাইও
ওয়েটুবরাক, ১ এপ্রিলঃ মিজোরামের কলাশিব জেলা হাসপাতাল থেকে পালিয়ে শিলচরে এসেও রেহাই মিলল না বিচারাধীন বন্দির। এ বার ধরা পড়েছে তার ভাইও। পুলিশ জানিয়েছে, মাদক পাচার মামলায় গত বছরের ২১ অগস্ট গ্রেফতার করা হয়েছিল ৪৫ বছর বয়সি সেইখলেন খংসাইকে। সে থেকে কলাশিব জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি। গত সপ্তাহে বুক ব্যথার জন্য তাকে কলাশিব জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই কর্তব্যরত পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যান। তদন্তে নেমে পুলিশ শিলচরের এক হোটেল থেকে তাকে গ্রেফতার করে। একই রুমে ছিলেন তার ভাই গামগিন খংসাই। বন্দি পালানোর সহযোগিতার অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে দুই ভাইকেই এখন কলাশিব কারাগারে পাঠানো হয়েছে।