Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব এইডস দিবসে সচেতনতায় প্রচারপত্র বিলি লায়ন্স ভ্যালিভিউর
ওয়ে টু বরাক, ১ ডিসেম্বর : ১ ডিসেম্বর ‘বিশ্ব এইডস দিবস’ খুব গুরুত্ব সহকারে পালন করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালিভিউ। দুধপাতিল তথা ঘনিয়ালা ফেরিঘাটে দুটি এইডস সংক্রান্ত সচেতনতা সভার আয়োজন করা হয়। ‘Prevention is better than Cure’ শিরোনামের এই সচেতনতা সভায় এইডস প্রতিরোধ তথা এইডস সম্পর্কে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মী ফয়াজা ইয়াসমিন বড়ভুঁইয়া।
এই সভাগুলোতে উপস্থিত সকলের হাতে প্রচারপত্র বিলি করা হয়। এই প্রচারপত্রে দেওয়া প্রতিটি তথ্য নিজ বক্তব্যে বিস্তারিতভাবে তুলে ধরেন লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালিভিউ-এর গাইডিং লায়ন সঞ্জীব রায়। পরবর্তীতে শিলচর শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় ৫০০টি প্রচারপত্র ক্লাব সদস্যরা বিতরণ করেন। এই বিতরণ কার্যসূচি আগামী ১ সপ্তাহব্যাপী চলবে। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ারপার্সন আব্দুল মতিন খান, পুষ্পাবতী রায় প্রমুখ।