Barak UpdatesHappeningsCulture
আর্য সংস্কৃতির উদ্যোগে শিলচরে দিনভর ভারতমাতার পুজো
ওয়ে টু বরাক, ২ সেপ্টেম্বর : শিলচরের মানুষকে দেশাত্মবোধে উদ্দীপ্ত হওয়ার বার্তা দিয়ে অনুষ্ঠিত হল ভারতমাতার পূজা। তারাপুরের শ্যামাচরণ দেব বিদ্যাপীঠে দিনভর ভারতমাতার পুজোর সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বন্দেমাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ। ‘বন্দেমাতরম’ ধ্বনিতে নানা সুরে সারা দিন কীর্তন চলে। আয়োজক আর্য সংস্কৃতি বোধনী সমিতি। তাঁদের কথায়, জনগণের মধ্যে দেশপ্রেমের ভাবনা বেশি করে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ তাঁদের। রবিবার ভোর ৫টা ২২ মিনিটে এই গানকীর্তন শুরু হয়, শেষ হয় ৫টা ৫৪ মিনিটে।
শিলচরের আর্য সংস্কৃতি বোধনী সমিতি জন্মলগ্ন থেকেই দেশাত্মবোধের ওপর জোর দিয়ে নানা আয়োজন করে আসছে। বিশেষ করে নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের দেশাত্মবোধে জাগ্রত করতে সমিতি কাজ করে যাচ্ছে। ভারত মাতার পুজো তারই একটি অংশবিশেষ। এর পাশাপাশি সংগঠন গত ৩৭ বছর ধরে স্কুল-কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় স্তরেও নানা অনুষ্ঠান করে চলেছে।
রবিবারও এই আয়োজনে সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। বন্দেমাতরম সঙ্গীতের সঙ্গে পুরোহিতের মন্ত্র উচ্চারণে সাতসকালেই স্কুল ক্যাম্পাসে এক পুজোর আবহ তৈরি হয়ে যায়। যা চলে দিনভর।