Barak UpdatesHappeningsBreaking News

বন্যাক্রান্ত রেলকর্মীদের জন্য রেক দিতে টালবাহানা, ক্ষোভ

ওয়েটুবরাক, ৩১ মে : শিলচর রেলস্টেশনে নদী উপচে জল ঢুকে পড়ায় পিটলাইন সহ সংলগ্ন রাস্তা জলে ডুবে যায়৷ ভুগতে হয় রেল কোয়ার্টারে থাকা পরিবারগুলিকে৷ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা খালি রেকে পার্শ্ববর্তী এলাকার মানুষ শরণার্থী হিসেবে উঠে এলেও রেলকর্তারা বন্যাক্রান্ত বিভাগীয় কর্মীদের জন্য বৃহস্পতিবার সারাদিনেও কোনও ব্যবস্থা করতে পারেননি৷ ঘরবাড়ি ছেড়ে স্নান-খাওয়া বাদ দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পুরোদিন তারা বসে থাকেন, এই বুঝি তাদের জন্য কোনও ফাঁকা রেক বরাদ্দ হবে৷ বিভাগীয় নীতিনিয়ম জানা থাকায় শাস্তির ভয়ে তারা অন্যদের মতো যে কোনও রেকে উঠে যেতে পারেননি৷ পরে রাতে তাদের জন্য হাইলাকান্দি থেকে আসা রেকটি বরাদ্দ হয়৷ কিন্তু সেটি ছিল একেবারে নোংরা, দুর্গন্ধযুক্ত৷ শৌচাগার ব্যবহারের উপযুক্ত নয়৷ মহীশাসন রেকটি তখন স্টেশনেই দাঁড়িয়ে ছিল৷ সেটি তুলনামূলক ভালো থাকায় তারা স্থানীয় কর্তাদের সঙ্গে কথা বলে ওই রেকে উঠে যান৷ কিন্তু কিছুক্ষণ পরেই ডিভিশনাল কার্যালয় থেকে নির্দেশ আসে, বরাদ্দ রেকেই তাদের থাকতে হবে৷ ফলে বিভাগীয় কর্মীরা পরিবারের সদস্যদের নিয়ে বাধ্য হয়ে ওই রেক ছেড়ে আবার দুর্গন্ধযুক্ত হাইলাকান্দি রেকে ওঠেন৷

এই ঘটনায় রেলকর্মী ও তাদের পরিবারের সদস্যরা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন৷ বিভিন্ন পদমর্যাদার রেলকর্মীরা বলেন, পরিবারের সদস্যদের কাছে তাদের যেমন সম্মানহানি ঘটেছে, তেমনি রেলবিভাগেরও মর্যাদা হ্রাস পেয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker