Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের কাটিগড়ায় বজ্রপাতে শিশু সহ মৃত ২
ওয়ে টু বরাক, ৬ মে ঃ কাছাড়ের কাটিগড়ায় সোমবার বজ্রপাতে এক শিশু সহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত দুজন হলেন গুমড়া চা বাগানের সপ্তম শ্রেণির ছাত্র রোহন গঞ্জু এবং ভারত-বাংলাদেশ সীমান্তের ভটেরচক গ্রামের ফণীন্দ্র দাস।
জানা গেছে, গুমড়া চা বাগানের রোহন গঞ্জু নামের ওই স্কুল পড়ুয়া মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মারা যায়। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে অন্য এক ব্যক্তি আহত হয়েছেন বলেও জানা গেছে। অপর ঘটনাটি ভারত বাংলা সীমান্তের লেবারপুতা এলাকার ভটেরচক গ্রামের। ফণীন্দ্র দাস নামের এক ব্যক্তি বৃষ্টির সময় ক্ষেত থেকে গরু আনতে বেরিয়েছিলেন। গরু নিয়ে আসার সময় বজ্রপাতে তিনি মারা যান। সঙ্গে একটি গরুও মারা যায় বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
অন্যদিকে, বরপেটা জেলার কলগাছিয়া রাজস্ব চক্রের অন্তর্গত মইনবাড়িতে সোমবার বজ্রপাতে এক ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ছাত্রীটি মইনবাড়ি গ্রামের সফের আলির কন্যা নুরেজা খাতুন। বেকি নদীর তীরে মা-বাবার সঙ্গে গরু আনতে গিয়ে বজ্রপাতে সে মারা যায়।