Barak UpdatesHappeningsBreaking News
শুক্রবার শিলচর অফিসপাড়ায় ভোটার সচেতনতামূলক পথচিত্র প্রতিযোগিতা
ওয়েটুবরাক, ১৮ এপ্রিল: শক্তিশালী গণতন্ত্রের জন্য চাই ব্যাপক অংশগ্রহণ। সেই বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। ২৬ এপ্রিল শিলচর লোকসভা আসনের ভোটকে সামনে রেখে হচ্ছে ভোটার সচেতনতামূলক পথ নাটক, চলছে প্রচার। তারই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচর ডিসি অফিসের রাস্তায় হচ্ছে এক ভোটার সচেতনতামূলক পথ চিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। শতাধিক শিল্পীর হাত ধরে রঙিন হয়ে উঠবে পিচ কালো রাস্তা। ইতিমধ্যে অনুষ্ঠানের প্রস্তুতিতে জেলা প্রশাসনের কর্মচারীরা দিনরাত এক করছেন। সাজিয়ে তোলা হয়েছে ডিসি অফিস রোডকে । বাঁধা হয়েছে সামিয়ানাও। আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিলচর উদারবন্দ, লক্ষ্মীপুর সহ এ অঞ্চলের বিভিন্ন আর্ট স্কুল স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে। উপস্থিত থাকবেন এ অঞ্চলের সুপ্রতিষ্ঠিত বর্ষিয়ান শিল্পীরাও। পথ চিত্রে বিষয় হিসেবে থাকছে বরাকের পরম্পরাগত আলপনা, স্থাপত্য, নি:সর্গ ও জৈব বৈচিত্র। চিত্রের সঙ্গে থাকবে একটি অন্তত ভোটার সচেতনতামূলক স্লোগান ও নির্বাচন কমিশন অনুমোদিত লোগো। সকাল ছয়টা থেকে সকাল ৯ টা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এতে সর্বস্তরের মানুষকে উপস্থিত হয়ে পথচিত্র প্রদর্শনী উপভোগ করতে এবং অংশগ্রহণকারী শিল্পীদের উৎসাহিত করতে অনুরোধ জানিয়েছেন জেলা নির্বাচনী আইকন ডঃ গণেশ নন্দী ।