Barak UpdatesHappeningsBreaking News

২০২৪-এ হিন্দুদের স্বার্থেই দুই আসনে কংগ্রেসকে জেতাবেন বরাকবাসী, দাবি খালেকের

ওয়েটুবরাক, ৩১ আগস্ট : বিজেপি বাঙালি হিন্দুর কথা বলে, কিন্তু ডিলিমিটেশনে বাঙালি হিন্দুরই প্রতিনিধিত্ব কমতে চলেছে৷ কংগ্রেস আমলে অসমে তিনজন বাঙালি হিন্দু মন্ত্রী ছিলেন, এখন মাত্র একজন৷ কারা বাঙালি হিন্দুর প্রকৃত বন্ধু, লোকসভা ভোটের আগে শিলচরে এসে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ আব্দুল খালেক৷ তিনি ১৯৯১-র উদাহরণ টেনে বলেন, সে সময় বিজেপির নয়জন বিধায়ক পদে জিতেছিলেন, সবাই ছিলেন হিন্দু, কংগ্রেসের ছিলেন তিনজন হিন্দু৷ কংগ্রেস আমলে বরাক উপত্যকায় বারোজন হিন্দু ছিলেন, এখন বিজেপি আমলে সে কথা আর ভাবা যায় না৷

তিনি আশাবাদী, আগামী লোকসভা নির্বাচনে বরাক উপত্যকার, বিশেষ করে হিন্দু ভোটাররা কংগ্রেসকে ভোট দেবেন৷ বিজেপি এবং ইউডিএফকে সাম্প্রদায়িক বলে অভিযুক্ত করে খালেক বলেন, উভয় দলেরই উপযুক্ত শিক্ষা মিলবে ২০২৪-র নির্বাচনে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker