Barak UpdatesHappeningsBreaking News
বরাকে শীঘ্রই সিএনজি চালু হবে, ঘোষণা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
ওয়েটুবরাক, ২৮ আগস্ট : পেট্রোল ডিজেলের বিকল্প হিসেবে শিলচর সহ বরাক উপত্যকায় শীঘ্রই চালু হচ্ছে সিএনজি জ্বালানি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রম ও কর্মসংস্থান বিভাগের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি সোমবার শিলচরে এসে এ কথা জানান৷ তিনি বলেন, গাড়ির জ্বালানি হিসেবে পেট্রোলের চেয়ে সিএনজি কিছুটা সস্তা এবং পরিবেশ বান্ধবও। ফলে সিএনজি স্টেশন চালু হলে যানবাহন চালকরা আর্থিক সাশ্রয়ের মুখ দেখবেন। তিনি বলেন, বর্তমানে ওএনজিসির কাছে প্রচুর গ্যাস রয়েছে। বরাক উপত্যকায় তেলের সন্ধান না পেলেও ওএনজিসি গ্যাস পেয়েছে। এই গ্যাস কীভাবে ব্যবহার করা যায়, এ বিষয়ে কেন্দ্র সরকার বেশ কিছু পরিকল্পনা নিচ্ছে।
রবিবার তিনি সোনাবাড়িঘাটে গিয়েছিলেন , সেখানে দেখে এসেছেন সিএনজি স্টেশনের অগ্রগতি। এ ছাড়া বরাকে যে ১০০ টি চা বাগান আছে, এই চা বাগানগুলিতেও গ্যাস পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বরাকের চা বাগানগুলিতে চা তৈরির ক্ষেত্রে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হয়। বিকল্প জ্বালানি হিসেবে পাইপলাইনে গ্যাস পৌঁছে যাবে বাগানে। এ নিয়ে চা বাগান মালিকদের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২-এ রোজগার মেলা শুরু করেছিলেন। মোদির তৎপরতায় প্রত্যেক কেন্দ্রীয় সরকারি বিভাগকে শূন্য পদের তালিকা বাধ্যতামূলক ভাবে তৈরি করে দিতে হচ্ছে মাসে মাসে। শুধু চাকরিই নয়, এর বাইরে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের জন্য ই-শ্রম কার্ড এনেছে কেন্দ্র সরকার। দেশের কোনায় কোনায় কমন সার্ভিস সেন্টারে এই কার্ড বানাতে পারছেন শ্রমিকরা। ই-শ্রম কার্ড থাকা শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পাবে ২ লক্ষ টাকা। এ ছাড়া ৬০ বছরের পর থেকে সবাই পাবেন মাসিক ৩ হাজার টাকা করে পেনশন। তেলি বলেন, সরকারের টার্গেট রয়েছে ৩৮ কোটি ই-শ্রম কার্ড তৈরির। এরমধ্যে ২১ কোটি শ্রমিক এর আওতায় চলে এসেছেন। ৭০ লক্ষ হয়েছে অসমে। তিনি জানান, দেশে আরও নতুন ৪৮ হাজার পেট্রোল পাম্প খোলা হবে। অসমে খুলবে ২০০০।