Barak UpdatesHappeningsCultureBreaking News
বরাক বঙ্গ ও পাবলিক স্কুলের যৌথ কবিপ্রণাম
ওয়েটুবরাক, ১০ আগস্টঃ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি এবং পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার কবিগুরুর ৮২-তম প্রয়াণদিবসে কবিপ্রণামের আয়োজন করা হয়। অধ্যক্ষা কবিতা সেনগুপ্ত বঙ্গ সাহিত্যের উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সে সময় শান্তিমন্ত্র পাঠ করে স্কুলের ছাত্র অলক দাস। তাপসী দত্তের পরিচালনায় বঙ্গ সাহিত্যের শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। স্কুলের শিক্ষিকারাও সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। একক ভাবে সঙ্গীত পরিবেশন করেন মহাশ্বেতা পাল, সুজাতা নাথ, দিবায়ন দাস, হিন্দোলা দাস সাহা, সত্যব্রত সাহা ও সায়ন সূত্রধর। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন বিশ্বজিত দেব (শঙ্কু) ও সঞ্জয় দাসলস্কর। “বরাক-সুরমা অঞ্চলে রবীন্দ্রনাথ” শীর্ষক বক্তৃতা করেন বঙ্গ সাহিত্যের কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর। স্বাগত ভাষণে অধ্যক্ষা কবিতা সেনগুপ্তও সংক্ষেপে তাঁর রবীন্দ্রভাবনা ব্যক্ত করেন। বক্তব্য রাখেন বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত-ও।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সব্যসাচী পুরকায়স্থ, রণধীর চক্রবর্তী ও শিপ্রা সাহা। নৃত্য পরিবেশন করেন শ্বেতা রায় ও শমীক চন্দ। স্কুলছাত্র রোহিত রায় এবং শিশুশিল্পী জ্যোতিশ্রী ধরও সুন্দর নাচে। যৌথভাবে একটি রবীন্দ্রনৃত্য মঞ্চস্থ করে অঙ্কিতা শুক্লবৈদ্য ও সঙ্গীতা দাস। সবশেষে “গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ” গানের সঙ্গে ধামাইল নেচে অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে তোলে স্কুলের ছাত্রীদল। জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলশিক্ষিকা সোমা চক্রবর্তী। অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও অনুষ্ঠানকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রসঙ্গত, মঞ্চসজ্জা বিশেষ উল্লেখের দাবি রাখে। স্কুলের ছাত্ররা রবীন্দ্রনাথের নানা ছবি এঁকে সে সব দিয়ে মঞ্চ সাজিয়ে তোলে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা সমিতির সদস্য তথা পুর কমিশনার দেবাশিস সোম, ড. জয়ন্ত দেবরায়, ড. পরিতোষ দত্ত, ড. নবেন্দু বণিক, সুশান্ত ভট্টাচার্য, আশিস চক্রবর্তী, সুশান্ত সেন, বকুলচন্দ্র নাথ, হাসনা আরা শেলী, পার্থ চক্রবর্তী, আব্দুল রহমান লস্কর, শিপ্রা দে, আলোকরঞ্জন ভট্টাচার্য প্রমুখ।