Barak UpdatesHappeningsBreaking News

দেবনাগরী লিপিতে ই-টাইপিং কর্মশালা কাছাড় কলেজে

ওয়ে টু বরাক, ১২ এপ্রিল ঃ কাছাড় কলেজের সংস্কৃত বিভাগের উদ্যোগে দেবনাগরী লিপিতে “ই-টাইপিং” শীর্ষক বিষয়ের উপর আয়োজিত পাঁচ দিবসীয় কর্মশালা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগ থেকে মোট ৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের সংস্কৃত, হিন্দি, বড়ো, মারাঠি ও নেপালি সহ অন্যান্য ভাষার ওপর ইলেকট্রনিক টাইপ প্রশিক্ষণ দেওয়া হয়।

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিভাগীয় সমন্বয়ক ডঃ শিল্পী দত্ত মজুমদার জানান, দেবনাগরী লিপিতে ই-টাইপিং এর দক্ষতা বিকাশ ছাত্রছাত্রীদের ভবিষ্যতে চাকরির বাজারে লাভজনকভাবে প্রস্তুত করবে। প্রকাশনা, মুদ্রণ, পাণ্ডুলিপি, ও মিউসিওলজি সহ সাংবাদিকতা ইত্যাদি ক্ষেত্রে তাদের সহজেই নিয়োগ করা সম্ভব হবে। এ ধরনের কর্মশালা অন্যান্য ভাষার সঙ্গে সংস্কৃতের সেতুবন্ধন করাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরাও তাঁদের অনুভবের কথা তুলে ধরে খুশি ব্যক্ত করেছে। এ দিন বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান রতন কুমার দাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker