NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
আসামের জেলে-হোমে আটক আট বাংলাদেশি সুতারকান্দি দিয়ে স্বদেশে ফিরলেন
ওয়েটুবরাক, ২৯ অক্টোবর: বকোর আশাদীপ সংস্থায় আশ্রিত ফাইমা বেগম, মহম্মদ রহিম আজ শনিবার বাড়ি ফিরলেন। একই সঙ্গে, কাছাড় ও করিমগঞ্জে ধরা পড়া ছয় বাংলাদেশি নাগরিকেরও সাজার মেয়াদ শেষ হওয়ায় তাঁদেরও সুতারকান্দি সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানো হলো। তাঁদের মধ্যে রাজশাহি জেলার মহম্মদ লাল মিয়া কাজি কাজের সন্ধানে ভারতে এসেছিলেন৷ স্বদেশে ফিরে যাওয়ার আগে জানালেন, কাছাড় জেলায় গুমড়ায় কাজ জুটিয়েও নিয়েছিলেন৷ কিন্তু কিছুদিন কাজ করার পর মজুরি চাইতেই সমস্যা বাঁধে৷ পুলিশ ডেকে ধরিয়ে দেয়৷ বাকি পাঁচজন করিমগঞ্জে ধরা পড়লেও সাজার মেয়াদ কাটানোর পর পাঠিয়ে দেওয়া হয়েছিল শিলচর ডিটেনশন সেন্টারে৷
বাংলাদেশ ফেরার আগে জানিয়ে গেলেন, নামে ডিটেনশন সেন্টার হলেও রাখা হয়েছিল আসলে শিলচর সেন্ট্রাল জেলে৷ সেখানে সশ্রম কারাদণ্ডের চেয়ে বেশি খাটতে হয়েছে৷ তাই মৌলভীবাজার জেলার আতাবুর রহমান, মহিবুদ্দিনরা পৃথক ডিটেনশন সেন্টারের দাবি জানান৷
গত ১০ অক্টোবর ৮ জনেরই ট্র্যাভেল পারমিট ইস্যু করে বাংলাদেশ সরকার৷ এরই সুবাদে শনিবার তাদের ফিরিয়ে নেয় ওপারের শেওলা আইসিপির ইনচার্জ মহম্মদ রাজীব এবং বিয়ানিবাজার থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক আহমেদ৷ এ পারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার ডিএসপি সিদ্ধেশ্বর সোনোয়াল৷