NE UpdatesHappeningsBreaking News
পুলিশের নিযুক্তি পরীক্ষার ফলাফল ঘোষিত
ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর : আসাম পুলিশের নিযুক্তি পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে৷ www.slprb.assam.in ওয়েবসাইটে তা দেখা যাচ্ছে৷ মোট ৫২৬২টি পদের জন্য পরীক্ষা গ্রহণ করা হয়েছিল৷ ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত জানান, মোট ৭,০৭,৩২৮ জন পরীক্ষায় বসেছিলেন৷ তাঁদের মধ্য থেকে সব পদে নিযুক্তির মতো যুবক মেলেনি৷ উপযুক্ত প্রার্থী না পাওয়ায় এখনও ৪২টি পদ শূন্য রয়েছে৷ এর অধিকাংশ সিভিল ডিফেন্স ডেমনস্ট্রেটর ও ওয়ারলেস অপারেটর৷ যুব প্রজন্মকে ওইসব পদের দিকে চোখ রেখে উপযুক্ত হয়ে উঠতে পরামর্শ দেন তিনি৷
মহন্ত বলেন, সাব-ইন্সপেক্টর, ইউবি-এবি কনস্টেবল পদে নিযুক্তি প্রদান করা হয়েছে৷ রয়েছেন ৭০৭ জন মহিলাও৷ তাঁদের বীরাঙ্গনা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে৷
আগামী ২২ সেপ্টেম্বর খানাপাড়ায় আনুষ্ঠানিক ভাবে তাদের নিযুক্তিপত্র প্রদান করা হবে৷ সদ্য-পাশদের সেদিন সকাল নয়টার মধ্যে সেখানে পৌঁছাতে বলা হয়েছে৷
ডিজিপির কথায়, এই নিযুক্তির মধ্য দিয়ে পাঁচটি নতুন কমান্ডো ব্যাটেলিয়ন গঠনের কাজ আরও একধাপ এগোল৷ ওই পাঁচ ব্যাটেলিয়নে মোট ২৪৫০টি পদ রয়েছে৷ পরীক্ষায় বসেছিলেন ১,৯৩,৪৬৩ জন৷ তাদের অবশ্য লিখিত পরীক্ষায় বসতে হয়নি৷ এর বদলে অত্যন্ত কঠিন শারীরিক পরীক্ষা দিতে হয়েছে৷ বর্তমানে এই সময়ে ৩৩টি পুলিশ ব্যাটেলিয়ন রয়েছে৷