Barak UpdatesHappeningsBreaking News
রাস্তার পাশের পিএইচই প্ল্যান্টে হঠাৎ মন্ত্রী ! অনিয়ম দেখে ধমক বাস্তুকারকে
২৭ জুলাই : রাস্তা দিয়ে যাচ্ছিলেন মন্ত্রী। যাওয়ার পথে সড়কের পাশেই একটি পানীয়জল প্রকল্প চোখে পড়তেই তাতে ঢুকে পড়লেন তিনি। আর এতেই দেখা গেল বিপত্তি। জলজীবন মিশনের কাজকর্ম পরিদর্শন করে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে ওঠেন বিভাগীয় মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। কার্যবাহী বাস্তুকারকে ধমক দিয়ে তিনি কৈফিয়ত তলব করলেন।
রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পর্যটন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া বর্তমানে কাছাড় জেলা সফরে রয়েছেন। এই সফরে তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করছেন। এ দিন অন্য কয়েকটি প্রকল্প তাঁর পরিদর্শনের কথা থাকলেও বড়খলার শালচাপড়ায় থাকা জলজীবন মিশনের প্রকল্পটি মন্ত্রীর পরিদর্শনের তালিকায় ছিল না। কিন্তু তিনি যাওয়ার পথে হঠাৎ করেই এই প্রকল্পটিতে ঢুকে যান। আর এতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। মন্ত্রীর চোখে পড়ে একাধিক অনিয়মের ছবি।
জয়ন্তমল্ল এই গাফিলতির জন্য শিলচর ডিভিশন ওয়ানের কার্যবাহী বাস্তুকার মেঘা দাসকে ধমক দেন। এমনকি স্থানীয় জনগণের অভিযোগ পেয়ে তিনি বাস্তুকারকে কৈফিয়তও তলব করেন। জয়ন্তমল্ল তাঁকে বলেন, মন্ত্রী আসার কথা জেনেও আপনারা ভয় পান না। চাকরি থেকে অবসর নেওয়ার এক মাস রয়েছে, সারা জীবন কি এভাবেই কাটালেন নাকি? পরক্ষণেই বলেন, রাস্তার পাশে থাকা প্ল্যান্টে এভাবে মন্ত্রী প্রবেশ করবেন বলে তিনি হয়তো মোটেই ভাবেননি। ফলে এভাবে চললে হবে না। কর্মচারী না থাকলে পরিচালন কমিটি দেখাশোনার জন্য লোক দেবে বলেও এ দিন কড়া ভাষায় জানিয়ে দেন।