Barak UpdatesHappeningsBreaking News

বরাকের মেধা তালিকায় একাই হোলিক্রশের বিশ্বদীপ

ওয়েটুবরাক, ৭ জুন : বরাক উপত্যকা থেকে মাধ্যমিকের মেধা তালিকায় একজনই স্থান করে নিতে পেরেছে৷ শিলচর হোলিক্রশ স্কুলের ছাত্র বিশ্বদীপ নাথ দশম স্থান অধিকার করেছে৷ তার প্রাপ্ত নম্বর ৫৮৮৷

এ বারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে উত্তর লখিমপুরের সেন্ট মেরি হাই স্কুলের রক্তোৎপল শইকিয়া৷ ৫৯৭ নম্বর লাভ করেছে সে৷ এক নম্বর কম পেয়ে দ্বিতীয় নলবাড়ির লিটল ফ্লাওয়ারস স্কুলের ভূয়ষী মেধি৷

৫৯৫ পেয়ে তৃতীয় হয়েছে তিনজন৷ পশ্চিম কার্বি আংলং জেলার খেরনি ডন বস্কো হাই স্কুলের মৃদুপবন কলিতা, ডিব্রুগড়ের বৈরাগীমঠ ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুলের লাবীব মুজিব এবং লখিমপুরের বিহপুরিয়া লোহিত ডিক্রং হায়ার সেকেন্ডারি স্কুলের পার্থপ্রতীম দাস৷

চারজন হয়েছেন চতুর্থ৷ সকলের প্রাপ্ত নম্বর ৫৯৪৷ বরপেটার আনন্দরাম বরুয়া অ্যাকাডেমি হাই স্কুলের স্বপ্নরাজ কলিতা, গোলাঘাটের দয়ানন্দ বিদ্যানিকেতনের স্নেহা শইকিয়া,  যোরহাট জেলার বাঘচুঙের ডনবস্কো হাই স্কুলের সমাদৃতা শর্মা, তিনসুকিয়া জেলার ডুমডুমা ডন বস্কো হাই স্কুলের অন্বেষা বড়ুয়া৷

পঞ্চম স্থানাধিকারীরা বরপেটার পালহাজি হায়ার সেকেন্ডারি স্কুলের জুবেদার হোসেন, দরঙের নগাঁও আঞ্চলিক হাই স্কুলের প্রাণজিৎ বরদলৈ, যোরহাটের বেনগার্ডেন হাই স্কুলের শেহনাজ আঞ্জুম ইয়াসমিন এবং উত্তর লখিমপুরের সেন্ট মেরিজ হাই স্কুলের ইকুইট আব্বুট দত্ত৷

গোয়ালপাড়া জেলার মাটিয়ার সেন্ট সেবাস্তিয়ান স্কুলের বিতুপন মেধি এবং নলবাড়ি লিটল ফ্লাওয়ারস স্কুলের মূর্ছনা বর্মন এ বারের মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে৷

সপ্তম ছয়জন৷ বরপেটার আনন্দরাম হাই স্কুলের জ্যোতিপল তালুকদার৷ লক্ষীপুর জেলার পিঠাগুড়ির জহরজ্যোতি হাই স্কুলের শর্মিষ্ঠা ভাগবতী, শিবসাগর জেলার ফুকননগরের নিউ লুক অ্যাকাডেমির প্রিয়ানুজ বরদলৈ, শিবসাগর জেলার ডিমৌ গার্লস হাই স্কুলের দীপশিখা বরুয়া, গুয়াহাটির সেন্ট মেরি হাই স্কুলের অশ্লেষা শর্মা এবং গুয়াহাটির টিসি গভর্নমেন্ট হাই স্কুলের নিভা শর্মা৷

অষ্টম বরপেটার পাঠশালা শিক্ষাপীঠ আদর্শ হাই স্কুলের হর্ষিৎ  বর্মন, যোরহাটের বাঘচুঙ ডন বস্কো হাই স্কুলের অলিভিয়া বরা, নগাঁও কৃষ্টিজ্যোতি স্কুলের তিন পরীক্ষার্থী রাজনন্দিনী বৈদ্য, তেজল আগরওয়াল ও উদেষ্ণা বরদলৈ এবং শোণিতপুরের বরছলা হাইস্কুলের নেহা উপাধ্যায়৷

নবম স্থান অধিকার করেছে দশ জন৷ বরপেটার পাঠশালা শিক্ষাপীঠ আদর্শ হাই স্কুলের ডিভাইন এ পি শর্মা, দরঙ জেলার সিপাঝাড়ের হ্যাপি চাইল্ড ইংলিশ স্কুলের আকাশদীপ ভুইয়া, ডিব্রুগড়ের সল্ট ব্রুক স্কুলের দৃষ্টিমান দত্ত, কামরূপ রুরাল জেলার আল আমিন ইসলামিক মডেল স্কুলের তবিবুল হক, লখিমপুর জেলার নারায়নপুর জ্ঞানজ্যোতি অ্যাকাডেমির পার্থপ্রতিম বরা, মরিগাও জিলার চড়াইবাহি শঙ্করদেব বিদ্যানিকেতনের বিদিশা নাথ, নগাঁও জেলার ধিং কৃষ্টিজ্যোতি হাই স্কুলের সৃষ্টিনন্দ কাশ্যপ, শিবসাগরের হোলি নেম স্কুলের অরিন ভূঁইয়া, শিবসাগর জেলার নিতাই পুখুরির শ্রীমন্ত শংকরদেব বিদ্যালয়ের জ্যোতির্ময় দত্ত  এবং কামরূপ মেট্রোর জি ইউ মডেল হাই স্কুলের অনুসূয়া ঠাকুরিয়া৷

শিলচর হোলিক্রশ স্কুলের বিশ্বদীপ নাথ ছাড়াও দশম স্থান অধিকার করেছে বরপেটার নবমিলন হাই স্কুলের আলমিনা খাতুন, বঙ্গাইগাও হায়ার সেকেন্ডারি স্কুলের অনুভব কপিল, ডিব্রুগড় লিটল ফ্লাওয়ার হাই স্কুলের অনন্যা ভরদ্বাজ, ডিব্রুগড় জেলার টেঙাখাত জাতীয় বিদ্যালয়ের অনিকঙ্কণা গগৈ, উত্তর লক্ষীপুরের সেন্ট মেরিজ হাই স্কুলের অয়ন মিত্র, মরিগাঁও জেলার শঙ্করদেব বিদ্যানিকেতনের কৌস্তব নাথ, নগাঁও জেলার ধিং কৃষ্টিজ্যোতি স্কুলের উদিতী নাথ, নলবাড়ি শংকরদেব বিদ্যানিকেতনের শঙ্করজ্যোতি লহকর ও দৃষ্টিস্মিতা ডেকা, শিবসাগরের শ্রীসুন্দরমল মডার্ন স্কুলের  হিমাংশু দাস ও রক্তোৎপল বরা,  তেজপুরেল সেক্রেড হার্ট স্কুলের কল্লোল বিশ্বাস, নুনমাটির আসাম জাতীয় বিদ্যালয়ের সৌরভ বর্মন, গুয়াহাটি সত্রীবাড়ির নিকলস হাই স্কুলের ময়ঙ্ক আগরওয়াল, কামরূপ মেট্রোর সেন্ট স্টিফেন্স স্কুলের জুরিশ্মা চক্রবর্তী,  মাজুলি বনগাঁও শঙ্করদেব শিশুনিকেতনের অনুরাগ বরা এবং নগাঁও জেলার সেন্ট বনিফেস হাই স্কুলের মহম্মদ হাম্মাদুর রহমান৷

 Also Read: Biswadip Nath of Holy Cross HS School, Silchar secures 10th position in HSLC Exam 2022

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker