Barak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের সব অনুষ্ঠান স্থগিত, শুধু শ্রদ্ধাঞ্জলি
ওয়েটুবরাক, ১৮ মে : বর্তমান উদ্ভূত বন্যা পরিস্থিতির জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি এবং শিলচর শহর আঞ্চলিক সমিতি বুধ ও বৃহস্পতিবার ভাষা শহিদ দিবসের বেশ কিছু অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ধারাবর্ষণে জেলার সবগুলো নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। নতুন নতুন এলাকায় জল ঢুকছে। ফলে এক জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে ।
ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থাও স্তব্ধ হয়ে পড়েছে । এইসব দিক বিবেচনা করে বুধবার শিলচর বঙ্গভবনে কাছাড় জেলা সমিতির উদ্যোগে আয়োজিত উনিশের আবাহন অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। এতে ভাষা সংগ্রামীদের সম্মাননা প্রদান ও বহমান ভাষা আন্দোলন নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । পরিস্থিতির উন্নতি হলে এই কার্যক্রম ফের হাতে নেওয়া হবে । একইভাবে শিলচর শহর আঞ্চলিক সমিতি বুধবার শহরে ভাষা আইনের যথাযথ প্রয়োগে প্রচার কর্মসূচি ও বৃহস্পতিবার গান্ধীবাগে কথা, গান, কবিতা পাঠ ও আবৃত্তিতে শহিদ স্মরণ কার্যক্রমও স্থগিত রেখেছে ।
তবে সম্মেলনের তরফে বৃহস্পতিবার ভাষা শহিদ দিবসে সকাল সাড়ে ছটায় শিলচর রেল স্টেশনে, আটটায় শিলচর শ্মশানঘাটে ও বেলা দুটো পয়ত্রিশ মিনিটে গান্ধীবাগে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধা অর্পণ কর্মসূচিতে কোনও পরিবর্তন হয়নি । এগুলো যথানিয়মে হবে। সম্মেলনের প্রত্যেক সদস্যকে এইসব কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আবেদন জানান সংগঠনের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর। তিনি বলেন, সম্মেলন শিলচর শহর সহ গোটা জেলায় ১৯ মে ভাষা শহিদ দিবসে একষট্টির ভাষা শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আবেদন রেখেছে।