NE UpdatesHappeningsBreaking News
১৯,৩৫৪ জনকে বিদেশি সন্দেহে নোটিশ !Foreigners’ Notice sent to 19,354 ‘suspected’ persons!
ওয়েটুবরাক, ২৮ মার্চ: বর্তমান সরকারের আমলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৯,৩৫৪ জনকে বিদেশি সন্দেহে নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নোটিশ দেওয়া হয়েছে গুয়াহাটি শহরে। ২৬৬০টি৷ এর পরেই রয়েছে কাছাড় জেলা৷ ২৪৩৮টি। সোমবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের লিখিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য প্রকাশ করেন৷ তিনি জানান, এনআরসি উন্নীতকরণ প্রক্রিয়ার শিকার হয়ে কেউ মারা গিয়েছেন বলে প্রমাণ হয়নি। কবে থেকে এনআরসির রিজেকশন স্লিপ দেওয়া হবে এবং এনআরসির জন্য সংগ্রহ করা বায়োমেট্রিক লক কবে খোলা হবে, এই বিষয়গুলি কেন্দ্র সরকারের আওতায় পড়ে।
হিমন্ত জানান, ৬টি ট্রানজিট শিবির বা ডিটেনশন ক্যাম্পে এখন পর্যন্ত অসুস্থ হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে গোয়ালপাড়াতেই মারা গিয়েছেন ১৪ জন। তাদের ৪ জন গোয়ালপাড়ারই বাসিন্দা৷ শিলচর শিবিরে ৪ জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে দুইজন ডিমা হাসাও এবং কাছাড় ও হাইলাকান্দির একজন করে৷ ৬টি শিবির মিলিয়ে বর্তমানে ১৮৫ জন আছেন। ১০৪৭ জন জামিন পেয়ে বাইরে আছেন।
এ দিকে বিধায়ক আশরাফুল হুসেনের প্রশ্নে হিমন্ত জানান, এ বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১,৪৪,০৭৭ জনকে ফরেনার্স ট্রাইবুনাল বিদেশি হিসেবে ঘোষণা করেছে। এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়া রেফারেন্স কেস রয়েছে ১,২২,৬২২টি। ২০১০ থেকে এ পর্যন্ত ৪৯৯ জন বিদেশিকে নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর দফতর আরও জানায়, অসম-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ২৬৭.৫ কিলোমিটার। তার মধ্যে করিমগঞ্জের ৪.৩৫ কিলোমিটার বাদে বাকি অংশে বেড়া দেওয়ার কাজ শেষ।