Barak UpdatesHappeningsBreaking News

কুঠারের ঘায়ে জখম নিলামবাজারের ওসি, শূন্যে গুলি

ওয়েটুবরাক, ২৬ ডিসেম্বর : পুরনো এক মাদক পাচার মামলার অভিযুক্তকে ধরতে গিয়ে জখম হলেন নিলামবাজার থানার ওসি সুজন দত্ত৷ অভিযুক্তের বাবা কুঠার নিয়ে হামলা চালান ওসির ওপর৷ তিনি অবশ্য কুঠারটি ধরে ফেলে প্রাণ বাঁচাতে সক্ষম হন৷ তবে কুঠার আটকাতে গিয়ে তা নাকে লেগে যায়৷

Rananuj

নিলামবাজারের ওসি দত্ত জানান, কালাছড়া গ্রামের হেলিমউদ্দিনকে মাদক পাচার মামলায় খোঁজা হচ্ছিল৷ গোপন সূত্রে তিনি আজ রবিবার খবর পান, হেলিম এতদিন মিজোরামে পালিয়েছিল৷ এখন বাড়ি ফিরেছে৷ এ দিন তার নেতৃত্বে ফের মাদক পাচার হবে৷ তিনি সেখানে যেতেই হেলিমের বাবা মানিকউদ্দিন কুঠার নিয়ে তার ওপর হামলা চালায়৷

করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া জানিয়েছেন, ওসি দত্ত নাকে আঘাত পেয়ে শূন্যে এক রাউন্ড গুলি চালান৷ পরে মানিকউদ্দিনকে গ্রেফতার করা হয়৷ তবে হেলিমউদ্দিনের দেখা মেলেনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker