NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
আসামের মণিপুরিদের এসটি ঘোষণার দাবি
ওয়েটুবরাক, ২২ ডিসেম্বর : আসামের মণিপুরিদের সিডিউলড ট্রাইব মর্যাদা দেবার দাবি উঠেছে।
২০১৫ সাল থেকেই এই দাবিতে সরব মণিপুরি এসটি ডিমান্ড কমিটি, আসাম৷ কমিটি গঠন করে তাঁরা মেমোরেন্ডাম দেন দুই মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং সর্বানন্দ সনোয়ালকে৷ এই প্রেক্ষিতে সরকারের সঙ্গে তাদের দুইবার বৈঠকও হয়৷ শেষ বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, মণিপুরে যেহেতু মণিপুরিরা সিডিউলড ট্রাইব মর্যাদা পাননি, আসামেও দেওয়া যাবে না৷ মণিপুরে আগে তাদের এসটি হতে হবে।
এদিকে, মণিপুরেও এসটি ডিমান্ড কমিটি একই দাবিতে অনেকদিন থেকে সংগ্রাম করে চলেছে৷ কেন্দ্র এ ব্যাপারে মণিপুর সরকারের রিপোর্ট চেয়েছে৷ মণিপুরের ডিমান্ড কমিটি এন বীরেন সিংহ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, অতি সত্বর ইতিবাচক রিপোর্ট জমা না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তাঁরা।
মণিপুরের কমিটির সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী বীরেন সিংহের কাছে আসামের কমিটিও একই দাবি জানায়৷ অতি সত্বর মণিপুরিদের এসটি মর্যাদা দিতে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাতে আবেদন করেন তাঁরা।
তাঁদের কাছে আশঙ্কার কথা, আসাম চুক্তির ৬ নং ধারা কার্যকর হলে মণিপুরী জাতিকে মুশকিলে পড়তে হবে৷ ডিমান্ড কমিটির সাধারণ সম্পাদক ডা. এম শান্তিকুমার সিংহ বলেন, অথচ এমনটা হওয়ার কথা ছিল না৷ কারণ’ স্ট্যাটিস্টিকাল অ্যাকাউন্ট অব আসাম’ বইতে ১৮৭২ সালে ডব্লু ডব্লু হান্টার লিখেছেন, আসামে মণিপুরিরা অ্যাব-অরিজিন ট্রাইব। বুধবার লক্ষীপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শান্তিবাবুর সঙ্গে ছিলেন খাদেম কান্ত সিংহ, নদিয়াচাঁদ সিংহ, নীরেন সিংহ, মণিকুমার সিংহ, নীলবীর সিংহ প্রমুখ৷