NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিক্ষকদের ডেটাবেস তৈরির সময়সীমা বেড়ে ১৭ ডিসেম্বর
ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর : আসামের শিক্ষকদের ডেটাবেস তৈরির জন্য তথ্য সংগ্রহের যে অনলাইন প্রক্রিয়া চলছে, এর সময়সীমা বাড়ানো হয়েছে৷ পূর্বঘোষিত সূচিতে তা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল৷ কিন্তু নানা জটিলতার দরুন বহু শিক্ষক শেষদিনেও তা করে উঠতে পারেননি৷ তাই সেই সময়সীমা বাড়িয়ে ১৭ ডিসেম্বর করা হয়েছে৷ শিক্ষা বিভাগের স্পেশাল কমিশনার জানিয়েছেন, রেশনেলাইজেশন, অ্যামালগেমেশন, পেনশন, গুণোৎসব, ট্রান্সফার ইত্যাদি সমস্ত ক্ষেত্রে এই ডেটাবেসই কাজ করবে৷ তাই সরকারি কি প্রাদেশিকীকৃত, নিম্ন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত স্তরের শিক্ষকদের অনলাইন রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় ডেটা দিতে বলা হয়েছে৷