Barak UpdatesHappeningsBreaking News
১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি বরাক বঙ্গের কেন্দ্রীয় অধিবেশন শিলচরে
ওয়েটুবরাক, ১৪ নভেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় অধিবেশনের দিনতারিখ চূড়ান্ত হয়েছে৷ ২০২২ সালের ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি তিনদিনের অধিবেশন শিলচরে অনুষ্ঠিত হবে৷
গত ৭ নভেম্বর বঙ্গভবনে কেন্দ্রীয় অধিবেশনের অভ্যর্থনা সমিতির এক সভা অনুষ্ঠিত হয়৷ তাতে পৌরোহিত্য করেন অভ্যর্থনা সমিতির সভাপতি তথা সংগঠনের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী৷ তিনিই সবাইকে স্মরণ করিয়ে দেন, এই অধিবেশন ২০২১ সালে হওয়ার কথা ছিল৷ কোভিডের দরুন নির্দিষ্ট সময়ে হতে পারেনি৷ উপস্থিত সভ্যদের কাছে বর্তমান পরিস্থিতিতে অধিবেশন আয়োজন সম্পর্কে মতামত জানতে চাইলে সবাই দ্রুত তা সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন৷ তাই বলে আবার তাঁরা কোনওমতে তা সেরে নিতে রাজি নন৷ শেষে স্থির হয়, অধিবেশনের মূল কর্মসূচি অর্থাৎ প্রতিনিধি সভা, প্রকাশ্য সভা তো হবেই, এর সঙ্গে শোভাযাত্রা, বইমেলা, শিশুমেলা, সাহিত্য সভা, মুক্তমঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, বুলেটিন প্রকাশ, স্মরণিকা সবই হবে৷