NE UpdatesHappeningsBreaking News

বিপ্লব দেবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চান তৃণমূল নেতা, এজি-কে চিঠি

ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বর : আদালতকে ভয় পাবেন না ৷ গ্রেফতারের নির্দেশ দিলেও  পুলিশকে বলতে হবে তাদের৷ পুলিশ রাজ্য সরকারের৷ তাই অফিসারদের ভয় না পেতে বলছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ এতে আদালতকে অপমান করা হয়েছে বলে মনে করছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া আরটিআই কর্মী সাকেত গোখলে৷ তাই তিনি বিপ্লব দেবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চাইছেন৷ এ জন্য আদালত অবমাননা আইনের ১৫ নং ধারা অনুসারে তিনি ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলের অনুমতি চেয়েছেন৷

অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থশংকর দে-কে চিঠি পাঠিয়ে তিনি বলেন, কোনও ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন৷ মুখ্যমন্ত্রী যে ঢঙে বলেছেন, আমরা আইন বানাই, বিচারকরা ওই আইনের প্রতিপালন করেন মাত্র, তা বিচার ব্যবস্থার ওপর সরাসরি আঘাত৷ সাকেতের কথায়, মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় আক্ষরিক অর্থে বলে দিয়েছেন, আদালত গ্রেফতারের নির্দেশ দিলেও তিনি পুলিশকে তা না কার্যকর করতে বলে দেবেন৷ এ শুধু অফিসারদের নয়, সাধারণ জনগণকেও আইন-আদালত না মানতে উৎসাহিত করবে৷ তাই সাকেত চান, বিপ্লবকুমার দেবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে৷

সোমবার ত্রিপুরার তিন প্রবীণ আইনজীবীও মুখ্যমন্ত্রীর এই ভাষণের ব্যাপারে ত্রিপুরা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন৷ প্রধান বিচারপতি এএ কুরেশি এই ব্যাপারে অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য জানতে চেয়েছিলেন৷ সিদ্ধার্থবাবু আদালতকে মুখ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ জনিত এক পোস্ট দেখান৷ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, আদালত অবমাননার বিন্দুমাত্র প্রয়াস তাঁর ছিল না৷ তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে৷ তা জেনে প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে আর এগোতে চাননি৷ এখন সাকেতের আবেদনে অ্যাডভোকেট জেনারেল কী ভূমিকা নেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক ও আইনি মহলের অনেকে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker