NE UpdatesHappenings
রাজ্যে দ্বিতীয় ডোজ পেলেন ১৬,৮২,৩০৯ জন
২৪ জুলাই : রাজ্যের ৫ জেলায় করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়েছে। প্রতিদিনই এই ৫টি জেলা অর্থাৎ কামরূপ মেট্রো, ডিব্রুগড়, গোলাঘাট, যোরহাট ও লখিমপুরে শতাধিক লোক আক্রান্ত হচ্ছেন। রাজ্য সরকার এই ৫টি জেলায় কঠোর নিয়ম-নীতি গ্রহণ করার পরও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে কেন্দ্র সরকার। জানা গেছে, আসাম সহ যে রাজ্যগুলোতে এখনও পরিস্থিতির উন্নতি হয়নি, সেই রাজ্যগুলোকে নিয়ে কেন্দ্র সরকার বৃহস্পতিবার এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করে। এই বৈঠকের পরই কেন্দ্রীয় সরকার আসাম সরকারকে যে জেলাগুলোতে কোভিড পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, সেগুলোতে আরও বেশি সংখ্যায় কোভিড টেস্ট করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এই জেলাগুলোতে প্রতিষেধক দেওয়ার মাত্রা আরও বাড়ানোর কথা বলেছে। প্রসঙ্গত, রাজ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে কামরূপ মেট্রো জেলা।
এ দিকে, কেন্দ্র সরকার কোভিড ভ্যাকসিন প্রয়োজন অনুসারে না পাঠানোয় রাজ্যে প্রতিষেধক দেওয়ার কাজ আশানুরূপ গতি পায়নি। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে ২৩ জুলাই পর্যন্ত মোট ৯৫ লক্ষ ২৩ হাজার ৩৬০ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৭৮ লক্ষ ৪১ হাজার ৫১ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৬ লক্ষ ৮২ হাজার ৩০৯ জন।
গত ১০ দিনে কোভিড পজিটিভ শনাক্তের হিসেবে সবথকে এগিয়ে কামরূপ মেট্রো। মোট ২১৭৩ জন এই জেলায় পজিটিভ শনাক্ত হয়েছেন। গত ১০ দিনে গোলাঘাটে পজিটিভ হয়েছেন ১৬৮০ জন। এর পরের স্থান লখিমপুর, পজিটিভ ১১১২, চতুর্থ স্থানে যোরহাট, পজিটিভ ১০৪৪ এবং ১০২২ জন নতুন সংক্রমিত নিয়ে ডিব্রুগড় জেলা পঞ্চম স্থানে রয়েছে।