Barak UpdatesHappeningsBreaking News
51 persons quarantined in tea gardens of Cacharকাছাড়ে চা বাগানেও ৫১ জনকে কোয়রান্টাইনে
২৫ মার্চ: কাছাড় জেলায় ৮৬০ জনকে নিজ বাড়িতেই কোয়রান্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ তাদের মধ্যে ৫১ বিভিন্ন চা বাগান অঞ্চলের৷ এরা কিছুদিনের মধ্যে ভিন রাজ্য থেকে এখানে এসেছেন৷ এখন অবশ্য আগের মত হোম কোয়রান্টাইনে কোনও ব্যক্তিবিশেষকে পাঠানো হয় না৷
কোনও বাড়িতে কেউ বাইরে থেকে এলে পুরো বাড়িটিকেই কোয়রান্টাইন করা হচ্ছে৷ বাড়ির সদস্যদের ১৪ দিন অন্য কারও সঙ্গে মেলামেশা না করতে বলা হচ্ছে৷ বুধবার সাংবাদিকদের এই তথ্য দেন কাছাড়ের স্বাস্থ্য বিভাগের নোডাল অফিসার অজিত ভট্টাচার্য৷