NE UpdatesHappeningsBreaking News
যোরহাট মেডিক্যালে ৫০ শয্যার অত্যাধুনিক আইসিইউ উদ্বোধন করলেন হিমন্ত50-bed state-of-art, fully functional ICU at Jorhat Medical College inaugurated by Himanta
১১ মে : সরুসজাই স্টেডিয়ামের মতো যোরহাটের কাজিরঙ্গা বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকার কোভিড-১৯ কোয়ারেন্টাইন সেন্টার নির্মাণ করছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই সেন্টারটি পরিদর্শন করে এর যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। এরপর মন্ত্রী যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ শয্যাযুক্ত অত্যাধুনিক আইসিইউ উদ্বোধন করেন।
Pleased to inaugurate 50-bed state-of-art, fully functional ICU at Jorhat Medical College & Hospital today with MoS @Pijush_hazarika & MPs @ToponKumarGogo1 & @KamakhyaTasa. Fitted with ventilators & oxygen equipment, it shall bolster our preparedness in fight against #COVID19 pic.twitter.com/GCRJY7SfEc
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 11, 2020
এ দিন মন্ত্রী বলেন, এই আইসিইউতে অত্যাধুনিক ভেন্টিলেটর ও অক্সিজেন ব্যবস্থা রয়েছে। এটি কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে দেশকে গতিশীল করবে। এই দুটি কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে ছিলেন যোরহাটের সাংসদ তপন কুমার গগৈ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকা, রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা প্রমুখ। উল্লেখ্য, এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬২। ইতিমধ্যে ৩৪ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন।