Barak UpdatesHappeningsBreaking News
কোভিড-১৯ বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ শেষ হল শিলচরে2 days COVID-19 workshop takes place in Silchar
১৩ এপ্রিল : কোভিড-১৯ মোকাবিলায় প্রস্তুতি হিসেবে শিলচরের আমসা হাউস ও ডিআরডিএ কনফারেন্স হলে দু’দিনের প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে। এই সমাপ্তি পর্বে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কাছাড়ের জেলাশাসক বর্নালী শর্মা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ সুদীপজ্যোতি দাস, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার ডাঃ অজিত ভট্টাচার্য প্রমুখ। এই কর্মসূচিতে প্রশিক্ষণ দেন শিলচর মেডিক্যাল কলেজের মাস্টার ট্রেনাররা। তাঁরা মোট ২৪ জন ডাক্তার, ৩১ জন নার্স ও ১৯ জন প্রোগ্রাম ম্যানেজারকে প্রশিক্ষণ দিয়েছেন। এঁরা আগামীতে ব্লকস্তরে বিভিন্ন কর্মীদের প্রশিক্ষণ দেবেন।
এ দিন বিকেলে জেলাশাসক ‘এরা আমাদের’এর আবাসিক গৃহটি পরিদর্শন করেন। সেখানে তিনি শারীরিক বাধাগ্রস্ত শিশু ও মানসিক বাধাগ্রস্তদের চাল, ডাল, চিনি, দুধ, বিস্কুট ইত্যাদি বিতরণ করেন। জেলাশাসক কর্তৃপক্ষের হাতে কিছু মাস্ক, সাবান, স্যানিটাইজারও তুলে দিয়েছেন। তাছাড়া পাচক ও সংশ্লিষ্টদের স্যানিটাইজেশনের বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। তাঁর এই সফরকালে ডিএসডব্লিউও রাজকুমার কেডিয়া, সভাপতি দিব্যেন্দু দত্তগুপ্ত, সম্পাদক নারায়ণী দেব ভাওয়াল, ইভেন্ট ম্যানেজার রিকিতা কর, সক্ষমের সম্পাদক মিঠুন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।