NE UpdatesHappeningsBreaking News
লুরিনজ্যোতি এজেপিতে যোগ দিলেন, হবেন সভাপতি!
১৭ ডিসেম্বর: নবগঠিত অসম জাতীয়তাবাদী পরিষদ (এজেপি)-তে যোগ দিলেন আসুর সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ। বুধবার তিনি দলের শিবসাগর সম্মেলনে নেতার মতই উপস্থিত হন। আগে শিবসাগরের বিখ্যাত শিবদোলে গিয়ে পূজা দেন। শহিদ বেদিতে গিয়ে অসম আন্দোলনের শহিদদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে প্রবেশ করেন সম্মেলনস্থলে। তখন বক্তব্য রাখছিলেন আসুর বর্তমান সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বরুয়া। বক্তৃতা থামিয়ে তিনি লুরিনকে স্বাগত জানান। মঞ্চে উপবিষ্ট সবাই তাঁকে এগিয়ে গিয়ে মঞ্চে নিয়ে আসেন।
পরে লুরিন বলেন, এখন অসমিয়া জাতির এক জটিল সন্ধিক্ষণ। এই সময়ে সঙ্কট থেকে উত্তরণের এক সঠিক দিক নির্দেশনা চাই। অতি আধুনিক উন্নত আসাম গঠনই তাঁর স্বপ্ন বলে জানান লুরিন। কেমন সে আসাম? লুরিন বলেন, এমন এক আসাম গড়তে হবে, যেখানে রাজ্যবাসীর আধিপত্য থাকবে। এ এক আপসহীন স্বাভিমানী জাতীয়তাবাদের সত্ত্বা হয়ে উঠবে।
লুরিনের উদ্যোগেই মূলত আসু ও অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এই নতুন রাজনৈতিক দলের জন্ম হয়। ফলে তাঁর যোগদান শুধু সময়ের অপেক্ষা ছিল। অনুমান করা হচ্ছে, তাঁকেই সংগঠনের পদে সভাপতি মনোনীত করা হবে। লুরিনের দাবি, জাতীয় চেতনার দৃষ্টিভঙ্গীতে গঠিত এই দল। মানবিক চিন্তা, গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ বলেও দাবি করেন লুরিনজ্যোতি গগৈ।