India & World UpdatesHappeningsBreaking News

ইউপিএসসি ফলাফলে অসমের ১৩
13 candidates from Assam cracks UPSC

৬ এপ্রিল : ইউপিএসসি ২০১৮-র পরীক্ষার ফলাফলে আসামের ১৩ পরীক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। শুক্রবারই ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে তন্ময় বশিষ্ট শর্মা সর্বভারতীয় স্তরে দশম স্থান অধিকার করেছেন।

অন্যদিকে মৃগাঙ্ক শেখর পাঠক ১০৩ নম্বর ও রঞ্জিত শর্মা ১৩০ নম্বর স্থান দখল করেছেন। এছাড়া নমিতা শর্মা ১৪৫, দীপঙ্কর চৌধুরী ১৬৬, গরিমা শর্মা ১৭০ এবং ঋষভ গর্গ ২০০ নম্বর স্থান দখল করেছেন।

তালিকায় রয়েছেন আরণ্যক শইকীয়া (২৮৭), ফরমান ব্রহ্ম (৪২৯), অভিষেক গোস্বামী (৫২৫), তাপস বসুমাতারি (৬৪৫), সৌরভ শর্মা (৬৫৬) এবং দীক্ষা লাংথাসা (৭০৮)। প্রসঙ্গত, গত বছরের জুন মাসে এর প্রারম্ভিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ১০ লক্ষ ৬৫ হাজার ৫৫২জন পরীক্ষার্থী এতে আবেদন করেন। পরীক্ষায় বসেন ৪ লক্ষ ৯৩ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী।

এর মধ্যে ১০ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে অনুষ্ঠিত মূল পর্যায়ের পরীক্ষায় বসার সুযোগ পান। সেখান থেকে ১,৯৯৪ জন পরীক্ষার্থীকে পার্সোনালিটি টেস্ট-এর জন্য বাছাই করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল সেই পার্সোনালিটি টেস্ট। ঘোষিত ফলাফল অনুযায়ী এই সর্বভারতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৭৫৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এদের মধ্যে ৫৭৭ জন পুরুষ এবং ১৮২ জন মহিলা।

April 5: The results of the Union Public Service Commission (UPSC) 2018 examination results were declared on Friday. 13 students from Assam were able to make it to the list. Tanmoy Basistha Sarma secured the 10th position among 759 candidates while Mriganka Shekhar Pathak secured 103rd rank.

The others who cracked UPSC from Assam are Utirna Ranjita Sarma (130th), Namita Sarma (145), Dipankar Choudhury (166), Garima Sarma (170), Rishabha Garg (200), Aaranyak Saikia (287), Fwwrman Brahma (429), Abhishek Goswami (525), Tapash Basumatary (645), Sourav Sarma (656) and Deeksha Langthasa 708th position.

Kanishak Kataria, an alumnus of premier engineering institute IIT Bombay, has topped the Union Public Service Commission (UPSC) exams. Kataria completed his B.Tech from IIT Bombay with mathematics as his optional subject and currently works as a data scientist as per his LinkedIn profile.

The Civil Services (Preliminary) Examination, 2018 was conducted in June, 2018. 10, 65,552 candidates applied for this examination, out of which 4, 93,972 candidates actually appeared.

A total of 10,468 candidates qualified for appearing in the Written (Main) Examination which was held in September– October, 2018. A total of 1994 candidates qualified for the Personality Test conducted in February-March, 2019.A total of 759 candidates (577 men and 182 women) have been recommended by the Commission for appointment to various services.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker