India & World UpdatesHappeningsBreaking News
৭২ যাত্রী নিয়ে নেপালে ভেঙে পড়ল বিমান, মৃতের তালিকায় ৫ ভারতীয়
১৫ জানুয়ারি : মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল নেপাল। পোখরায় যাত্রী সহ বিমান ভেঙে পড়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানে থাকা ৭২ যাত্রী। বিমানের ভিতরে ৬৮ জন যাত্রী ছাড়াও পাইলট ও কেবিন ক্রু মিলিয়ে আরও চারজন ছিলেন। কাঠমাণ্ডু থেকে পোখরা আসছিল বিমানটি। রানওয়েতে অবতরণের মাত্র ১০ সেকেন্ড আগে তা ভেঙে পড়ে।
সূত্রের খবর, ওই ৬৮ জন যাত্রীর মধ্যে ছিলেন ৫ ভারতীয়ও। সবমিলিয়ে ভারতীয় মোট ১৪ জন বিদেশি যাত্রী ছিলেন। ওই ৬৮ জন যাত্রীর মধ্যে ৫৪ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ নাগরিক, দুজন কোরিয়ান, একজন আর্জেন্টিনার এবং একজন ফরাসি নাগরিক ছিলেন। মৃত যাত্রীদের তালিকায় রয়েছে তিন শিশুও। রবিবার সকাল ১০টা ৩৩ মিনিট নাগাদ বিমানটি ভেঙে পড়ে সেতি গণ্ডকি নদীর পাশে ঝোপের মধ্যে। ঘটনার তদন্ত করা হবে জানিয়েছে নেপাল বিমান চলাচল কর্তৃপক্ষ।
জানা গেছে, ইয়েতি এয়ারলাইন্সের প্লেনগুলি সবই পুরনো। একইসঙ্গে কম উচ্চতায় ওড়ার জন্যই তৈরি করা হয় বিমানগুলি। এদের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০০ কিলোমিটার। তবে নেপালে বিমান দুর্ঘটনার ঘটনা এই প্রথম নয়। অতীতে বহুবার সে দেশে দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। সে দেশের এয়ারলাইন্স ব্যবসা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে। তাছাড়া সেখানকার বিমান চলাচল ব্যবস্থায় নিরাপত্তার গলদ এবং প্রশিক্ষক প্রাপ্ত পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে বলে অভিযোগ। সে জন্য ইউরোপীয় ইউনিয়ন ২০১৩ সাল থেকেই নেপালে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।