India & World UpdatesHappeningsBreaking News
১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে রেল বন্ধের ডাক কৃষকদের
১০ ফেব্রুয়ারি : নতুন কৃষি আইনের বিরোধিতায় কৃষক বিদ্রোহ ব্যাপক রূপ ধারণ করেছে। এই আন্দোলনকে আরও ছড়িয়ে দিতে কৃষক সংগঠনগুলো এ বার রেল বন্ধের ডাক দিয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা বুধবার জানিয়ে দিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে চার ঘণ্টার জন্য রেলপথ বন্ধ রাখা হবে। এর পাশাপাশি ১২ ফেব্রুয়ারি থেকে রাজস্থানে রেলওয়ের টোল সংগ্রহের ক্ষেত্রে বাধা আরোপ করা হবে।
সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত তারা রেলপথ বন্ধ রাখবেন। স্থানে স্থানে অবরোধ গড়ে তোলা হবে। প্রসঙ্গত, এর আগেও মোর্চা চলতি মাসের গোড়ায় তিন ঘণ্টার জন্য রাস্তা বনধ কার্যসূচি হাতে নিয়েছিল।