Barak UpdatesHappeningsBreaking News

১৭ এপ্রিল শিলচরে বক্তৃতা করবেন মমতা

ওয়েটুবরাক, ১৫ এপ্রিল : আগামী ১৭ এপ্রিল শিলচরে আসছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেলা সাড়ে ১২টায় টাউন ক্লাবের মাঠে আয়োজিত নির্বাচিত জনসভায় বক্তব্য রাখবেন৷ কলকাতা থেকে বিশেষ বিমানে তিনি শিলচর বিমানবনদরে নামবেন৷ সেখান থেকে গাড়িতে সোজা আসবেন সভাস্থলে, বক্তৃতা করেই একই রুটে চলে যাবেন৷ সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানিয়েছেন প্রদেশ তৃণমূল সভাপতি রিপুণ বরা৷

সিএএ ইস্যুতে তৃণমূলের সঙ্গে বিজেপির বিরোধ একেবারে গোড়া থেকে৷ গত মাসে আইনটি কার্যকর হওয়ার পর থেকে নাগরিকত্বের আবেদনের সুযোগ করে দেওয়ার জন্য বিজেপি  কৃতিত্ব দাবি করছে, অন্যদিকে মমতা ওই আবেদন না করারই পরামর্শ দিচ্ছেন উদ্বাস্তুদের৷ অসমের বাঙালিদের মধ্যেও এ নিয়ে টানাপোড়েন চলছে৷ এই অবস্থায় তৃণমূল সুপ্রিমোর বক্তৃতা শুনতে মুখিয়ে রয়েছেন এখানকার মানুষ৷ রিপুণ বরা জানান, অনেক জায়গা থেকে মানুষ গাড়ি পাঠাতে তাঁদের বলছেন৷ তাঁরা দিদিকে দেখতে চান, তাঁর কথা শুনতে চান৷ বিশেষ করে, মহিলাদের মধ্যে তাঁকে নিয়ে এ ব্যাপারে আগ্রহ বেশি বলে জানান প্রদেশ সভাপতি৷

এ দিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক তড়িৎ চ্যাটার্জি, সম্পাদক মোহনলাল দাস, জেলা সভাপতি রাজেশ দেব, সজল বণিক, অলক আচার্য প্রমুখ৷

তাঁদের পাশে রেখেই রিপুণ দাবি করেন, সিএএ নিয়ে তৃণমূলের অবস্থান একেবারে স্পষ্ট৷ এই আইনে উদ্বাস্তুদের নাগরিকত্ব পাওয়ার কোনও ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রী শুধু আবেদনের কথা বলছেন, কিন্তু বাংলাদেশের নথি কীভাবে সংগ্রহ করবেন, সে কথা বলছেন না৷ ফলে সিএএ নাগরিকত্ব দেওয়ার বদলে মানুষকে বিদেশি প্রতিপন্ন করারই এক চক্রান্ত৷ এ ছাড়া, ধর্মের ভিত্তিতে এই আইন সংবিধানবিরোধী বলেও জানান রিপুণ বরা৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker