NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
হোম কোয়ারেন্টাইন : রাজ্যে সবথেকে বেশি নগাঁও, কম শালমারা-মানকাচরে
৩১ মার্চ : আসামের ৩৩টি জেলার ৫২ হাজার ৮৩০ জনকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। এই তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে নগাঁও। এই জেলার ৩৮৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তালিকায় সবথেকে নিচে রয়েছে দক্ষিণ শালমারা মানকাচর জেলা। এই জেলার ১৫০ জনকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই তালিকা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকা কাছাড় জেলার লোকের সংখ্যা ১৯৫৬। এছাড়া করিমগঞ্জের ১৫২৮ ও হাইলাকান্দির ১৩১০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তিন হাজারের বেশি মানুষ হোম কোয়ারেন্টাইনে থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে নগাঁও, মরিগাও, শোনিতপুর, দরঙ। ডিব্রুগড়, কামরূপ, হোজাই ও বিশ্বনাথ চারিয়ালি জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন দু’হাজারের বেশি মানুষ।