Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
হিতাধিকারীদের সঙ্গে সরাসরি আলোচনায় মোদি
ওয়েটুবরাক, ৩০ মে : আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ১২ টি যোজনার হিতাধিকারীদের সঙ্গে সরাসরি আলোচনায় মিলিত হবেন। দেশের বিভিন্ন প্রান্তে থাকা হিতাধিকারীরা এই আলোচনায় সামিল হবেন। প্রধানমন্ত্রী সিমলা থেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন। কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচরে এই আলোচনার সরাসরি সম্প্রচার জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। শিলচর মেডিকেল কলেজ প্রেক্ষাগৃহে সকাল ৯ টা থেকে এই লাইভ সম্প্রচার করা হবে। স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি সংক্রান্ত মোট ১২টি যোজনার উপকৃতদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর নামাঙ্কিত এই যোজনা গুলি হল আবাস যোজনা, গ্রামীণ ও শহর, কিষান সম্মান নিধি, উজ্জ্বলা, পোষণ অভিযান, মাতৃ বন্দনা যোজনা, স্বচ্ছ ভারত, জল জীবন মিশন ও আমরুত, সম্মান নিধি, এক জাতি এক রেশন কার্ড, গরিব কল্যাণ যোজনা, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত হেলথ ওয়েলনেস এবং মুদ্রা যোজনা। প্রধানমন্ত্রীর এই আলাপচারিতা দূরদর্শনের সবকয়টি চ্যানেলসহ সামাজিক মাধ্যমে ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম ইত্যাদিতে সরাসরি সম্প্রচার করা হবে। হাইলাকান্দি জেলায়ও মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন প্রকল্পের হিতাধিকারীদের আলোচনার অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। হাইলাকান্দি এস এস কলেজের প্রেক্ষাগৃহে সকাল ৯ টা থেকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর সঙ্গে লাইভ অনুষ্ঠান দেখানো হবে । এতে অতিথি হিসাবে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ এবং জেলাশাসক রোহন কুমার ঝা।