Barak UpdatesHappeningsBreaking News

হাজার বৃক্ষরোপণ করল ‘হোপ ফোর জেমস্ সোসাইটি’

ওয়েটুবরাক, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হোপ ফোর জেমস্ সোসাইটি’ ১০০০  বৃক্ষরোপণ করার কর্মসূচি হাতে নেয়৷ গত ২৫ শে মে থেকে বরাক উপত্যকা জুড়ে হয় এই কর্মসূচি৷  ৩ জেলায় সংস্থার প্রায় ৪০ জন সদস্য ৩৯৩ জন ভলান্টিয়ারের সাহায্যে এই  কর্মসূচি সম্পন্ন করেন। ভলান্টিয়ারদের কেউ ৫টি, কেউ ১০টি বৃক্ষরোপণ করেন। এই পুরো কর্মসূচিতে সহযোগিতায় ছিলেন কাছাড় জেলার সামাজিক সংস্থা ” ইকো আলার্মিস্ট” ।

আজ শনিবার বিশ্ব পরিবেশ দিবসে এই কার্যসূচির সমাপ্তি ঘটে৷ এইদিনে অন্তিম ৫০টি বৃক্ষরোপণ করা হয় হাইলাকান্দি জেলায়। সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কল্যাণ গোস্বামী ও  মিলন দাস। উপস্থিত ছিলেন হোপ ফোর জেমস্ সোসাইটির কার্যকর্তা মনিদীপা দেব, অনিশা পাল, সুরজিৎ দে, রমধন দাস, ভাগ্যশ্রী পাল, গৌরব দে, বিষ্ণু দে, মিলু মজুমদার, কুনাল সেন প্রমুুুুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker