Barak UpdatesHappeningsBreaking News

হরিনগরে কিশোরী খুন, প্রৌঢ় গ্রেফতার

ওয়েটুবরাক, ৯ নভেম্বর : কাছাড় জেলার হরিনগরে মাসীর বাড়িতে গিয়ে রবিবার প্রৌঢ়ের কামনার বলি হল ১৩ বছরের এক কিশোরী৷ কিশোরীটি বিয়ের অনুষ্ঠানে মাসীর বাড়ি গিয়েছিল৷ একই এলাকার ৪৫ বছর বয়সী ইসলাম উদ্দিন তাকে চকলেট দেওয়ার কথা বলে নিয়ে যায়৷ তার ছোট ভাই সঙ্গে যেতে চাইলে তাকে ধমক দেয় ইসলামুদ্দিন৷ কিশোরীটি রাতে ফিরে না এলে বিয়েবাড়িতে শোরগোল পড়ে যায়৷ পরদিন তার ভাই ইসলাম উদ্দিনের চকলেট দেওয়ার কথা সবাইকে জানায়৷ পুলিশ ইসলাম উদ্দিনকে গ্রেফতার করে৷ জেরায় খুনের কথা স্বীকার করে সে জঙ্গলের ভেতর থেকে তার মৃতদেহ বার করে আনে৷

Rananuj

পুলিশ জানিয়েছে, ইসলাম উদ্দিন ধর্ষণের কথা অস্বীকার করলেও কেন হত্যা করল, এই প্রশ্নে মুখ খুলছে না৷ তারা অনুমান করছেন, ধর্ষণের পরই খুন করা হয়েছে কিশোরীটিকে৷ তবে পোস্টমর্টেমের রিপোর্ট এলেই স্পষ্ট হবে সবকিছু, জানিয়েছেন পুলিশকর্তারা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker