NE UpdatesBarak UpdatesHappenings
স্টেশনে নেমে টেস্ট না করেই পালালেন প্রায় ৩০০ রেলযাত্রী
২৪ মে ঃ এক-দু জন নয়, প্রায় ৩০০ রেলযাত্রী কোভিড টেস্ট না করেই পালিয়ে গেলেন রেলস্টেশন থেকে। রবিবার এই ঘটনার সাক্ষী হয়েছে আসামের জাগি রোড রেলস্টেশন। খবরে জানা গেছে, এ দিন কেরল থেকে বিবেক এক্সপ্রেসে করে প্রায় ৫০০ যাত্রী এসে নামেন জাগি রোডে। বিধি অনুসারে এই যাত্রীদের জন্য কোভিড টেস্টের ব্যবস্থা ছিল। কিন্তু হঠাত করেই যাত্রীদের মধ্যে বেশ কিছু সংখ্যক স্বাস্থ্যকর্মীদের ধাক্কা মেরে স্টেশন থেকে পালিয়ে যান। এই সংখ্যাটা প্রায় ৩০০ হবে। ট্রেন থেকে বেরিয়ে আসা এতো যাত্রীদের সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীও স্টেশনে হাজির ছিলেন না।
তবে যে ২০০ জনের টেস্ট হয়েছে তাদের মধ্যে অনেকের পজিটিভ ধরা পড়ে। ফলে যারা পালিয়ে গেলেন তাদের মধ্যে পজিটিভ থাকার সম্ভাবনা প্রবল। এদের মাধ্যমে কোভিড ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, পালিয়ে যাওয়া যাত্রীদের মধ্যে বেশিরভাগ নগাঁও ও মরিগাও-এর বাসিন্দা। এক স্বাস্থ্যকর্মী জানান, সাধারণত বিবেক এক্সপ্রেসে ২৫০ থেকে ৩০০ যাত্রী আসেন। কিন্তু এ দিন ট্রেনে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। কয়েকজনের টেস্ট শুরু হতেই হঠাত করে সবাই টেবিল ফেলে দিয়ে পালিয়ে গেলেন। প্রায় ৩০০ যাত্রী এভাবে টেস্ট না করে চলে গিয়েছেন।