NE UpdatesHappeningsBreaking News
স্কলারশিপ কেলেঙ্কারি : অসমে আরও এক অধ্যক্ষ গ্রেফতার
গুয়াহাটি, ৩১ ডিসেম্বর ঃ ঈশান উদয় স্কলারশিপ ও সংখ্যালঘু ছাত্রদের টিফিন কেলেঙ্কারি বিষয়ে আরও এক অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। উত্তর বরপেটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জাহের আলিকে গ্রেফতার করেছে বরপেটা পুলিশ। কলেজে সংঘটিত কেলেঙ্কারি নিয়ে গত কিছুদিন থেকেই তদন্ত চলছিল। শনিবার অধ্যক্ষকে গ্রেফতার করার পর আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে বরপেটা পুলিশ চারদিনের রিমান্ডে নেয় অধ্যক্ষকে। বরপেটার অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ শইকিয়া ঈশান উদয় স্কলারশিপ ও সংখ্যালঘু ছাত্রদের জন্য টিফিন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে অধ্যক্ষ ড. জাহের আলিকে গ্রেফতারের কথা জানান।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঈশান উদয় স্কলারশিপ ও সংখ্যালঘু ছাত্রদের টিফিন কেলেঙ্কারি বিষয়ে বরপেটা পুলিশ এ পর্যন্ত চারজন অধ্যক্ষকে গ্রেফতার করে। এরা হলেন, মানিক আলি, ড. জাকির হুসেইন, সিরাজুল হক ও ড. জাহের আলি। এর পাশাপাশি ৪ জন কর্মচারী ও ৩ জন দালালকে গ্রেফতারের কথাও জানায় পুলিশ। এএসপি আরও জানান, বরপেটা পুলিশের একটি বিশেষ দল কেলেঙ্কারির তদন্ত করছে। তিনি বলেন, এর সঙ্গে যুক্ত আরও কয়েকজন অধ্যক্ষ ও কর্মচারী গ্রেফতারের সম্ভাবনা রয়েছে।