Barak UpdatesHappeningsBreaking News
সৌমেন পাল চৌধুরীকে মন্ত্রী নন্দিতা গার্লোসার স্বীকৃতি
ওয়েটুবরাক, ১৬ আগস্ট : তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক ভ্যালি জোনের সাংস্কৃতিক শাখার প্রডিউসার কাম ম্যানেজার (ডিডিআইপিআর) সৌমেন পালচৌধুরীকে তাঁর অসামান্য কর্মক্ষমতা, প্রচেষ্টা এবং দক্ষতার স্বীকৃতিস্বরূপ মন্ত্রী নন্দিতা গার্লোসা উপহারসামগ্রী প্রদান করেন।
শিলচরের সার্কিট হাউসে সে সময়ে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্তা এবং সহকারী কমিশনার অঞ্জলি কুমারী ।
মন্ত্রী বরাক উপত্যকায় সাংস্কৃতিক ও তথ্যপ্রবাহে সৌমেন পাল চৌধুরীর অবদানের প্রশংসা করেন৷ ব্যতিক্রমী দক্ষতার সাথে সরকারি উদ্যোগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জেলাশাসক ঝা মন্ত্রীকে অবগত করান।
অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জনসাধারণের কাছে সরকারি নীতির কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে চৌধুরীর মতো নিবেদিত কর্মীদের গুরুত্বের উপর জোর দেন। এসপি নোমাল মাহাতো সরকার এবং জনগণের মধ্যে দূরত্ব দূর করার ক্ষেত্রে ডিডিআইপিআর-এর গুরুত্বপূর্ণ কাজগুলির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।
মন্ত্রী জানান যে, কয়েক মাস পর সরকারি কাজকর্ম থেকে পালচৌধুরী অবসর গ্রহণ করবেন৷ তাঁর আন্তরিক ও নিরলস কাজের জন্য তাঁকে উপহার প্রদান করা হল । সৌমেন পালচৌধুরী এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিলচরের তথ্য ও জনসংযোগের ভারপ্রাপ্ত আধিকারিক তথা সহকারী কমিশনার বহ্নিখা চেতিয়ার নেতৃত্বের কথাও উল্লেখ করেন৷