India & World UpdatesHappeningsBreaking News
সোমবার ভারতে একদিনে আক্রান্ত ৪০ হাজার
২১ জুলাইঃ ভারতে কোভিড সংক্রমণ ভয়াবহ গতিতে চলছে। গত তিন দিনে আক্রান্ত হয়েছেন এক লক্ষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই সময়ে দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১১ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৪২৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ২৪ ঘণ্টায় তা নতুন রেকর্ড। মারা গিয়েছেন ৬৮১ জন। প্রতি দিন যে সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে সংক্রমণের হার গত কয়েকদিন ১০ শতাংশের আশেপাশে ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১৫.৮ শতাংশ।
তবে দেশে কোভিড-মৃত্যুর হার কমেছে বলেই মন্ত্রকের হিসেব। স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, বর্তমানে দেশে করোনায় মৃত্যু হার ২.৪৯ শতাংশ। যা বিশ্বের অন্য দেশগুলির তুলনায় নীচের দিকে। মোট আক্রান্তের ৬২ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৬৪ জন করোনা-আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।