Barak UpdatesHappeningsBreaking News
সেরা কালীপূজা কমিটিকে পুরস্কৃত করল নেতাজি ছাত্র যুব সংস্থা
ওয়ে টু বরাক, ১৩ নভেম্বর : শিলচরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার উদ্যোগে এ বছরও শিলচর শহর ও শহরতলির বিভিন্ন কালীপুজো কমিটিকে উৎসাহিত করতে বিভিন্ন বিভাগে সেরাদের সম্মানিত করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিলচর শহর ও শহরতলির ৪৫টি কালীপূজার মধ্যে ড. জয়িতা ভট্টাচার্য ও পীযুষ কান্তি দাস স্মৃতি সর্বশ্রেষ্ঠ কালীপূজা ২০২২ পুরস্কার পেয়েছে শিলচর ইটখলার ফ্রেন্ডস ক্লাব কিশোর সমাজ নবজাগরণ যৌথ কালীপূজা কমিটি।
রবিবার শ্মশান রোড দুর্গাবাড়ি মণ্ডপে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দীনেশ দাস স্মৃতি বরাকের সেরা আকর্ষণীয় কালীপূজা ২০২২ পুরস্কার পেয়েছে করিমগঞ্জের ইউথ কর্নার জিমনাসিয়াম। ওই দুটি পুরস্কারের স্পনসরার তরুণ সমাজ কর্মী তথা যুব দর্পণের কর্ণধার দিলু দাস।
রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় মুখ্য অতিথি কাছাড় জেলা ভিডিপির ডেপুটি ডিরেক্টর অমিয় কান্তি দাস, সম্মানিত অতিথি শিলচর পুরসভার প্রাক্তন সভাপতি তমালকান্তি বণিক, প্রাক্তন পুর সদস্য ঝলক চক্রবর্তী, বর্ষীয়ান রাজনীতিবিদ দুর্গেশ পুরকায়স্থ, শিক্ষাবিদ কবিতা সেনগুপ্ত, প্রাক্তন পুর সদস্য সজল বনিক, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, সমাজসেবী তুহিনা শর্মা, আয়োজক সভাপতি মহুয়া ভৌমিক সাধারণ সম্পাদক দিলু দাস প্রমুখের উপস্থিতিতে উপত্যকার ৩৩টি পূজা কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। তাদের প্রত্যেককে বরণ করার পাশাপাশি তুলে দেওয়া হয় সম্মান স্মারক। পরিবেশন করা হয় উদ্বোধনী নৃত্য।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজদীপ দেবরায়, বিপ্লব চক্রবর্তী, বাপ্পি আচার্য, অনামিকা পাল, সুতপা কর, অনুপ দেব, রাজদীপ দাস, ননীগোপাল দেব, সুপর্ণা দত্ত চৌধুরী প্রমুখ।
এদিন বিগ বাজেটের পুজোয় বিভিন্ন বিভাগে শিলচরের সেরা সম্মান পায় যুব প্রধান ক্লাব তারাপুর ( ধূর্জটি প্রসাদ দেব স্মৃতি সেরা প্রতিমা), আর্যপট্টি দুর্গাবাড়ি কালীপূজা কমিটি (সুনীল চন্দ্র পাল স্মৃতি সেরা থিম), উদয়ন সংঘ সর্বজনীন কালীপূজা কমিটি মালুগ্রাম (রঞ্জিত বিশ্বাস স্মৃতি সেরা শাস্ত্রীয় মণ্ডপ), নবজ্যোতি ক্লাব সর্বজনীন কালীপূজা কমিটি (হিমাংশু রঞ্জন সাহা স্মৃতি সেরা আধুনিক প্রতিমা), সারদা সংঘ শরৎপল্লী (বাচ্চু দেবরায় স্মৃতি সেরা কাল্পনিক মণ্ডপ), তারাপুর ত্রিবেণী ক্লাব (নীহারেন্দ্র পাল স্মৃতি সেরা আলোকসজ্জা), নবপল্লী প্রগতি ক্লাব রংপুর (দেবাশিস দেব স্মৃতি সেরা শাস্ত্রীয় থিম), দ্বিতীয় লিংক রোড সর্বজনীন কালী পূজা কমিটি (অঞ্জলি শর্মা স্মৃতি সেরা আধুনিক থিম) এবং স্বর্ণতারা সর্বজনীন কালীপূজা কমিটি শালগঙ্গা (মনমোহন ঘোষ স্মৃতি সেরা আধুনিক মণ্ডপ)।
মাঝারি বাজেটে বিভিন্ন বিভাগে সেরা পুরস্কার বিজয়ীরা – শ্রীমা সারদামণি রোড কালীপূজা কমিটি (তরুণ শর্মা স্মৃতি সেরা প্রতিমা), তুলাপট্টি কালীপূজা কমিটি (বলরাম সাহা স্মৃতি সেরা আধুনিক প্রতিমা), পশ্চিম অম্বিকাপুর কালীপূজা কমিটি (সুরজিৎ দেবরায় স্মৃতি থিম উপস্থাপনা), শিলচর সানরাইজ ক্লাব রংপুর (সুবল কংসবণিক স্মৃতি সেরা থিম), এলিভেন স্টার ক্লাব ফকিরটিলা (তপোধীর দেবরায় স্মৃতি আধুনিক মণ্ডপ), শান্তিপাড়া স্পোর্টিং ক্লাব রংপুর (বিনয়কৃষ্ণ চক্রবর্তী স্মৃতি সেরা শাস্ত্রীয় মণ্ডপ), নরসিং রোড কালীপূজা কমিটি তারাপুর (নিরঞ্জন দেব স্মৃতি সেরা মণ্ডপ), মেহেরপুর শ্রীদুর্গা সরণী কালীপূজা কমিটি (শ্যামাপদ সাহা স্মৃতি সার্বিক সেরা পূজা), ২৩নং পল্লী নাজিরপট্টি কালীপূজা কমিটি (রাধারানি সাহা স্মৃতি সেরা আধুনিক থিম), ২৮নং পল্লী কালীপূজা কমিটি তারাপুর (প্রবাল কর স্মৃতি প্রতিমায় দ্বিতীয় পুরস্কার), কুয়ারপার কালীপূজা কমিটি মেহেরপুর (দীনেশ দাস স্মৃতি প্রতিমায় দ্বিতীয় পুরস্কার) এবং নিউ বিজয় সংঘ কালীপূজা কমিটি রংপুর (বাচ্চু দেবরায় স্মৃতি মণ্ডপে দ্বিতীয় পুরস্কার)।
স্বল্প বাজেটে বিভিন্ন বিভাগে সেরা বিজয়ীরা হলেন পঞ্চায়েত রোড সর্বজনীন কালীপূজা কমিটি (ছায়ারানি দাস স্মৃতি সার্বিক প্রথম পুরস্কার), চিত্তরঞ্জন এভিনিউ নারায়ন লেন কালীপূজা কমিটি (সদানন্দ আচার্য স্মৃতি শাস্ত্রীয় মণ্ডপ প্রথম পুরস্কার), রাইজিং রকেট ক্লাব বিলপার (সুনীল চন্দ্র পাল স্মৃতি প্রতিমায় দ্বিতীয় পুরস্কার), ক্লাব ইউথ ইউনিটি শংকর দিঘি (করুণাময় দেব স্মৃতি প্রতিমায় প্রথম পুরস্কার), শ্রীমা পল্লী কালীপূজা কমিটি মালুগ্রাম (সুজিত রঞ্জন সেন স্মৃতি আধুনিক মণ্ডপে প্রথম পুরস্কার), বিধান সরণী দ্য জুয়েল ক্লাব বিলপার (তপতী দেবরায় স্মৃতি আধুনিক প্রতিমায় প্রথম পুরস্কার), বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাব অম্বিকাপট্টি (বিশু দে স্মৃতি সার্বিকভাবে প্রথম), ক্লাব রোড কালীপূজা কমিটি (হিমাংশু রঞ্জন সাহা স্মৃতি থিম উপস্থাপনায় দ্বিতীয় পুরস্কার), লিংক রোড ১৪নং লেন কালীপূজা কমিটি (সানাকা বিশ্বাস স্মৃতি সার্বিকভাবে দ্বিতীয় পুরস্কার) এবং শিলচর মেডিক্যাল কলেজ কোয়ার্টার পূজা কমিটি (দ্বিজেন্দ্রকুমার দাস স্মৃতি সার্বিকভাবে দ্বিতীয় পুরস্কার)।